Nagaland Firing: ‘দেশের ভূমিতে সাধারণ মানুষ বা নিরাপত্তারক্ষী কেউ নিরাপদ নয়’, নাগাল্যান্ড ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ রাগার

অন্যদিকে সমবেদনা জানিয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। লিখেছেন, "নাগাল্যান্ডের ওটিং, সোম-এ একটি দুর্ভাগ্যজনক ঘটনার জন্য ক্ষুব্ধ। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। রাজ্য সরকার দ্বারা গঠিত একটি উচ্চ-স্তরের এসআইটি শোকাহত পরিবারগুলির ন্যায়বিচার নিশ্চিত করতে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে।"

0
40

নয়াদিল্লি: সেনাবাহিনীর ভুলের বিরাট মাসুল দিতে হয়েছে নাগাল্যান্ডের ১২ জন গ্রামবাসীকে। মৃত্যু হয়েছে এক সেনারও। অনুপ্রবেশকারী ভেবে সেনারা গুলি চালালে শনিবার রাতে মৃত্যু হয় কাজ সেরে বাড়ি ফেরা গ্রামবাসীদের। জানিয়েই উত্তপ্ত হয়ে রয়েছে নাগাল্যান্ডের পরিস্থিতি। সেই সাধারণ মানুষদের মৃত্যুকে “হৃদয় বিদারক” বলে অভিহিত করে নির্মম সেই ঘটনার ‘উপযুক্ত জবাব” কেন্দ্রীয় সরকারের কাছে চেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

টুইটারে ক্ষোভ উগড়ে ওয়েনাডের সাংসদ জিজ্ঞাসা জানতে চেয়েছেন, “স্বরাষ্ট্র মন্ত্রক ঠিক কী করছে যখন সাধারণ মানুষ বা নিরাপত্তা কর্মী কেউই আমাদের নিজের জমিতে নিরাপদ নয়?” রবিবার “ভুলের” কারণে একটি দুর্ভাগ্যজনক ভাবে ১২ জন সাধারণ গ্রামবাসী ও এক সেনার মৃত্যুতে তোলপাড় হচ্ছে দেশ। মুখ্যমন্ত্রী নিফিউ রিও এই ঘটনার উচ্চ-পর্যায়ের তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন এবং সমাজের সকলকে শান্তি বজায় রাখার জন্য আবেদন করেছেন।

- Advertisement -

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী বলেছেন, “একটি দুর্ভাগ্যজনক ঘটনায় মন জেলার ওটিং-এ গ্রামবাসীদের মৃত্যু হয়েছে। অত্যন্ত নিন্দাজনক ঘটনা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সিট গঠন করে উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে, আইন মেনে বিচার হবে। প্রত্যেকের কাছে শান্তিরক্ষার আবেদন জানাচ্ছি।” স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, গ্রামবাসীরা হত্যার প্রতিবাদে বিক্ষোভ করে এবং নিরাপত্তা বাহিনীর অনেক গাড়িতে আগুন লাগিয়ে দেয়।

অন্যদিকে সমবেদনা জানিয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। লিখেছেন, “নাগাল্যান্ডের ওটিং, সোম-এ একটি দুর্ভাগ্যজনক ঘটনার জন্য ক্ষুব্ধ। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। রাজ্য সরকার দ্বারা গঠিত একটি উচ্চ-স্তরের এসআইটি শোকাহত পরিবারগুলির ন্যায়বিচার নিশ্চিত করতে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে।” সূত্রের খবর, অনুপ্রবেশ রুখতে অভিযান চালাতে গিয়েই এই ঘটনা ঘটে। গ্রামবাসীরা ওটিং গ্রাম থেকে কয়লা ক্ষেত্রের কাজ সেরে মিনি ট্রাকে চেপে ফিরছিলেন। সেই সময়েই চলছিল অনুপ্রবেশকারী বিরোধী অভিযান। রাতের অন্ধকার থাকায় মিনি ট্রাকে থাকা গ্রামবাসীদের অনুপ্রবেশকারী ভেবে গুলি চালায় সেনা। তাতেই ঘটে দুর্ঘটনা।