অবস্থা সংকটজনক, ICU-তে স্থানান্তরিত করা হল মুলায়ম সিং যাদবকে

0
106
Mulayam singh yadav

লখনউ: অবস্থা সংকটজনক সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাঁকে আইসিইউ ওয়ার্ডে রাখা হয়েছে বলেই জানানো হয়েছে।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির নেতার স্বাস্থ্য রবিবার খারাপ হওয়ার কারণেই তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। ৮২ বছর বয়সী নেতার শরীর বেশ কয়েকদিন ধরে খারাপ ছিল। রবিবার তা আরও অবনতি হয়। অখিলেশ যাদব তাঁর বাবার স্বাস্থ্যের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই লখনউ থেকে দিল্লি গিয়েছেন। দিল্লিতে রয়েছেন মুলায়মের ভাই শিবপাল যাদবও। দিল্লিতে রয়েছেন মুলায়ম সিং-এর পরিবারের অনেকেই। জানিয়ে রাখা ভাল, চলতি বছরের জুলাই মাসে মুলায়ম সিং-এর স্ত্রী সাধনা গুপ্তা প্রয়াত হয়েছেন। ঠিক তার পরেই এবার অসুস্থ হয়ে পড়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ।

- Advertisement -

উল্লেখ্য, ভারতের রাজনীতিতে বেশ প্রভাবশালী নেতা হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। উত্তরপ্রদেশের তিনবারের বারের মুখ্যমন্ত্রী তিনি। এমনকি ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত দেশের প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে দলের দায়ভার তিনি তাঁর ছেলে অখিলেশ যাদবের হাতে তুলে দেন। বর্তমানে অখিলেশই সমাজবাদী পার্টির দায়িত্ব সামলাচ্ছেন।