সংস্থাগুলোকে পিএফের টাকা দেওয়া নিয়ে নয়া ভাবনা কেন্দ্রের

0
149

নয়াদিল্লি: করোনার কারণে ব্যয়ভার কমাতে আগামী দিনে বিপুল কর্মীকে ছাঁটাই করার সম্ভাবনাও আছে। এই সমস্যার কথা ভেবেই কেন্দ্র ঘোষণা করে, কিছু সংস্থার মালিক ও কর্মচারী উভয়ের পিএফের টাকাই দিতে পারে কেন্দ্র। এখন জানা যাচ্ছে যে কটি সংস্থার পিএফের টাকা কেন্দ্র দেবে জানিয়েছিল বাস্তবে তাঁর থেকেও বেশি সংস্থাকে এই সাহায্য করার কথা ভাবছে প্রশাসন।

২৬ মার্চ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন করোনার পরিস্থিতিকে সামলানোর জন্য একটি আর্থিক প্যাকেজের ঘোষণা করেন। সেই সময়েই তিনি জানিয়েছিলেন, যে সমস্ত সংস্থায় কর্মীর সংখ্যা ১০০-এর কম এবং ৯০ শতাংশ কর্মীর বেতন ১৫ হাজারের কম সেই সংস্থার নিয়োগকর্তা-সহ কর্মীদের পিএফের টাকা দেওয়া হতে পারে।

- Advertisement -

সোমবার এই টাকা আরও বেশি সংখ্যক সংস্থাকে দেওয়ার কথাই প্রকাশ্যে আসছে। পিএফে গ্রাহকের সংখ্যা ৬ কোটি। আগামী তিন মাস যদি সরকার এই পিএফের টাকা জমা দেয় তবে তার খরচ বাবদ ৪৮০০ কোটি টাকা লাগবে।

নিয়োগকর্তারা কর্মচারীর ভবিষ্যনিধি প্রকল্পের কটি অংশ জমা দেন, বাকি অংশ কেটে নেওয়া হয় কর্মীর বেতন থেকে। এখন প্রভিডেন্ট ফান্ডে কর্মীর মূল বেতনের ২৪ শতাংশ জমা পড়ে। তার ১২ শতাংশ দেন কর্মী এবং ১২ শতাংশ দেন নিয়োগকর্তা। সরকার এই দুপক্ষের টাকাই দেওয়ার কথা ভাবছে।