রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত তেলেঙ্গানা সরকারের

0
208

হায়দরাবাদ: রাজ্যে করোনার প্রকোপ কমাতে নয়া সিদ্ধান্ত নিল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় দফায় লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে ৩ মে পর্যন্ত করেছে৷ আরও এক কদম এগিয়ে তেলেঙ্গানায় লকডাউনের মেয়াদ আগামী ৭ মে পর্যন্ত বৃদ্ধি করা হল৷

করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় করতে জরুরি বৈঠক ডেকেছিলেন তেলেঙ্গানার মন্ত্রিসভা৷ সেই বৈঠকে লকডাউনের মেয়াদ ৭ মে পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত জানাল মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখবর রাও৷ এরপর তিনি সাংবাদিক বৈঠক করেন৷

- Advertisement -

সেখানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘করোনার বাড়বাড়ন্ত রুখতে আমরা রাজ্যে ৭ মে পর্যন্ত লকডাউন বৃদ্ধি করলাম৷ এই পরিস্থিতিতে লকডাউন অমান্য করলে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব৷ সঙ্গে অনলাইন খাবার ডেলিভারি সংস্থার পরিষেবা বন্ধ রাখা হবে৷’’

তেলেঙ্গানা মুখ্যমন্ত্রীর পথ কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাও অনুসরণ করবেন বলে খবর পাওয়া গিয়েছে৷ ইতিমধ্যে রবিবার তিনি সেই ইঙ্গিত দেন৷ তেলেঙ্গানায় এখনও পর্যন্ত ৮৫৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ ২১ জনের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস৷