বাড়ি বাড়ি গিয়ে র‍্যাপিড টেস্ট চালু করল রাজ্য সরকার

0
107

কলকাতা: করোনার মোকাবিলা করতে এবার রাজ্য সরকার চালু করছে র‍্যাপিড টেস্ট। এসএসকেএমের চিকিৎসকরা স্বয়ং এলাকায় এলাকায় গিয়ে স্থানীয়দের র‍্যাপিড টেস্টের জন্য নমুনা সংগ্রহ করবেন। কলকাতার বেলগাছিয়া বস্তি এলাকা থেকেই এই টেস্টের কাজ শুরু হচ্ছে বলে জানা গিয়েছে।

সোমবার দুপুর বারোটা থেকেই বেলগাছিয়ায় এই কাজ শুরু করবে বলে জানিয়েছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-এর সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ শান্তনু সেন। জানা গিয়েছে, এসএসকেএমের কর্তৃপক্ষরা স্বাস্থ্য দফতরের অনুমতি নিয়েই কলকাতা-সহ বেশ কিছু জেলায় এই টেস্টের কাজ শুরু করবে।

- Advertisement -

হাওড়া, হুগলী, দক্ষিণ ২৪ পরগনা-র বাসিন্দাদের এই র‍্যাপিড টেস্ট করানো হবে বলে জানানো হয়েছে। যে সমস্ত হাসপাতাল এই টেস্ট করতে পারবে তাদের স্বাস্থ্য দফতর থেকে চিহ্নিত করে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সব হাসপাতালর কাছ নির্দেশিকা চলেও গিয়েছে।

২৮টি জেলার ১৪ টি মেডিক্যাল কলেজ র‍্যাপিড টেস্ট করবে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা যেহেতু হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে তাই এখানে খুব তাড়াতাড়ি টেস্ট করানোর কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, র‍্যাপিড টেস্টের মাধ্যমে কোনও মানুষের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা তা জানা যাবে। চিকিৎসকরা জানিয়েছেন, একটি বিশেষ ধরনের অ্যান্টিবডির সন্ধান দেহে মিলিলে ধরা হবে ওই ব্যক্তি সদ্য করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্য এই টেস্টের জন্য কেন্দ্রের কাছে ৫০ হাজার কিট চেয়েছিল। কিন্তু কেন্দ্র থ্যেকে মাত্র ১০ হাজার কিট বরাদ্দ হয়েছে পশ্চিমবঙ্গের জন্য। আপাতত এই কিটের মাধ্যমেই কাজ শুরু করা হচ্ছে বলে জানা গিয়েছে।