বাড়ি ফেরার পথে অনাহারে মৃত পরিযায়ী শ্রমিক

0
460

ঔরঙ্গাবাদঃ বিগত কয়েকদিন ধরে পথ দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এবার পায়ে হেঁটে ফেরার পথে ক্ষুধার্ত অবস্থায় মারা গেলেন এক পরিযায়ী শ্রমিক। পুলিশ সূত্রে খবর, সোমবার মহারাষ্ট্রের বিড জেলার একটি গ্রামে ৪০ বছর বয়সী এক শ্রমিকের মৃত দেহ পাওয়া গিয়েছে।

এই বিষয় অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর দীনেশ্বর কুকলেরে জানিয়েছেন, পিন্টু মনোহর পাওয়ার নামে ওই ব্যক্তি পুনে থেকে পায়ে হেঁটে পারভানি জেলায় তাঁর গ্রামে ফিরছিলেন।

- Advertisement -

এই বিষয় এক আধিকারিক জানিয়েছেন, এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে অনাহারেই প্রাণ হারিয়েছেন পিন্টু পাওয়ার। ময়নাতদন্তের রিপোর্ট বের হওয়ার পর আরও বিস্তারিত জানা সম্ভব হবে।

অন্যদিকে, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর দীনেশ্বর কুকলেরে জানিয়েছেন, পিন্টু পাওয়ারের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁরা জানিয়েছেন তাঁদের পক্ষে এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব নয়। ফলে মৃতদেহ নিয়ে আসতেও পারবেন না তাঁরা। কারণ লকডাউনের জন্য সমস্ত পরিবহণ ব্যবস্থা বন্ধ। আর সেই কারণেই পুলিশের তরফ থেকে ওই ব্যক্তির সমস্ত শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

লকডাউনের জেরে ভারতের বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন বহু পরিযায়ী শ্রমিক। খাবার নেই, থাকার জায়গা নেই। সর্বোপরি টাকা নেই। ফলে এরকম পরিস্থিতিতে নিজেদের বাড়িতেই ফিরতে চান তাঁরা। কিন্তু লকডাউনের কারণে পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হওয়ায় পায়ে হেঁটেই মাইলের  পর মাইল যাত্রা শুরু করেছেন তাঁরা। আর এই যাত্রা পথেই মৃত্যু হয়েছে বহু পরিযায়ী শ্রমিকের। কেউ বা না খেতে পেয়ে অনাহারে। কেউ বা পথ দুর্ঘটনায়।

ইতিমধ্যে, সারা দেশে বিগত কয়েকদিনে প্রায় ৫০ এরও বেশী পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন। যদিও সরকারের তরফ থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করা হয়েছে অন্য রাজ্য থেকে শ্রমিকদের ফিরিয়ে আনার। তবুও কেন তাঁরা পায়ে হেঁটে ফিরছেন এই নিয়ে জল্পনা রয়েছে।