Matches: ১৬ আনার দিন শেষ, এক যুগ পর দাম বাড়ছে দেশলাইয়ের

0
144

খাস খবর ডেস্ক: হু হু বাড়ছে পেট্রল-ডিজেলের দাম। পুজোর মরশুমে পেট্রপণ্যের দাম বৃদ্ধিতে মাথায় হাত আমজনতার। বহু আগেই সেঞ্চুরি ছাড়িয়েছে পেট্রল। ডিজেলও সেঞ্চুরির গণ্ডি ছুঁয়েছে। তবে, বর্তমানে শুধু পেট্রোল-ডিজেলই নয় রান্নার গ্যাস, ভোজ্য তেল সবকিছুই এই মুহূর্তে অগ্নিমূল্য। তবে, এবার দাম বাড়তে চলেছে মানুষের একটি নিত্য প্রয়োজনীয় জিনিসের।

আরও পড়ুনঃ diarrhea: ডায়েরিয়ার প্রকোপে আতঙ্কে বসিন্দারা, এলাকায় মেডিক্যাল টিম

- Advertisement -

জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকে আর এক টাকায় মিলবে না দেশলাই বাক্স। এবার তার নতুন দাম হতে চলেছে দু টাকা। বৃহস্পতিবার শিবাকাশীতে দেশলাই বাক্স নির্মাতাদের একটি সর্বভারতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষবার দেশলাই বাক্সের দাম বেড়েছিল ২০০৭ সালে। ৫০ পয়সা থেকে বেড়ে এক টাকা হয়েছিল একটি দেশলাই বাক্সের দাম। ১৪ বছর পর ফের একবার দেশলাই বাক্সের দাম বাড়াতে চলেছেন নির্মাতারা। শিল্প প্রতিনিধিরা কাঁচামালের দাম বৃদ্ধিকে দেশলাইয়ের দাম বৃদ্ধির কারণ হিসেবে দায়ী করেছেন।

আরও পড়ুনঃ Trekking: খোঁজ মিলল উত্তরাখণ্ডে ট্রেকিং করতে যাওয়া সদস্যদের, স্বস্তির ছায়া পরিবারে

কেরালাতেই দেশলাই বাক্স নির্মাণ শিল্পে কাজ করেন প্রায় ৪ লক্ষ মানুষ। যার মধ্যে বেশিরভাগই মহিলা। প্রতিনিয়ত মূল্যবৃদ্ধি তাদের জীবনেও বড় প্রভাব ফেলেছে। এতদিন অন্যান্য জিনিসপত্রের দাম বাড়লেও দেশলাইয়ের দাম বাড়েনি। অবশেষে সেটিরও দাম বাড়ছে।

এই বিষয়ে নির্মাতারা জানিয়েছেন, দেশলাই তৈরি করতে ১৪ রকম কাঁচা মাল লাগে। এর মধ্যে লাল ফসফরাসের দাম ৪২৫ থেকে বেড়ে ৮১০ টাকা হয়েছে। মোমের মূল্য ৫৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৮০ টাকা। দেশলাই বাক্সের বাইরের বোর্ড ৩৬ টাকা থেকে বেড়ে ৫৫ টাকা এবং ভিতরের বোর্ড ৩২ টাকা থেকে বেড়ে ৫৮ টাকা হয়েছে। পাশাপাশি কাগজ, সালফার, পটাশিয়াম ক্লোরেট, স্প্লিন্টসেরল দামও ১০ অক্টোবর থেকে বেড়ে গিয়েছে। ফলে আর পুরনো দামে দেশলাই বিক্রি করা সম্ভব হচ্ছে না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘ন্যাশনাল স্মল ম্যাচবক্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন’-এর সচিব ভিএস সথুরথিনম জানিয়েছেন, তাঁরা তাঁদের ইউনিট থেকে বিক্রয়মূল্য ৬০ শতাংশ বাড়িয়ে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। ১২ শতাংশ জিএসটি ও পরিবহণ খরচ এই হিসেবের বাইরে রয়েছে। এর ফলে পাঁচটি মুখ্য দেশলাই নির্মাতা সংস্থার প্রতিনিধিদের সম্মতিক্রমে আগামী ডিসেম্বর থেকেই দেশলাইয়ের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।