Trekking: খোঁজ মিলল উত্তরাখণ্ডে ট্রেকিং করতে যাওয়া সদস্যদের, স্বস্তির ছায়া পরিবারে

0
43

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: অবশেষে স্বস্তির নিঃশ্বাস। খোঁজ মিলল উত্তরাখণ্ডে ট্রেকিং করতে যাওয়া বাঁকুড়ার ৭ পর্বতারোহীর। দীর্ঘ উৎকন্ঠা কাটিয়ে পাঁচ দিন পর শনিবার সকালে ভিডিও কলে বাড়ির লোকেদের সঙ্গে কথা হয় তাঁদের।

আরও পড়ুনঃ Rail accident: হুঁশ ফিরছে না কিছুতেই, ফের অসাবধানতার বলি দুই

- Advertisement -

পাহাড়ের নেশায় তাঁরা ছুটে যান। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম থেকেই একাধিক বার বিভিন্ন পাহাড়ের ট্রেকিং অংশ নিয়েছেন। এবার তাঁদের ট্রেকিং ছিল উত্তরাখন্ডের হর-কি-দুন ও রুইনসারা তালে। সেই লক্ষ্য নিয়েই ১৪ অক্টোবর নবমীর দিন বাঁকুড়ার ওন্দা থানার আগড়দা ও পুরুষোত্তমপুর গ্রাম থেকে বিকাশ রায়, সবুজ মণ্ডল, অরণ্য মণ্ডল, ত্রিপুরারী কুণ্ডু, পুস্পেন মণ্ডল, মৃত্যুঞ্জয় পাল, অন্বেষা পালরা পাড়ি দিয়েছিলেন উত্তরাখণ্ডের উদ্দেশ্যে। ১৭ অক্টোবর রবিবার সকালে পরিবার কে জানান তাঁরা দেরাদুন থেকে সাঁকরির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। ব্যাস তারপর থেকে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন হয়ে পড়ে বাঁকুড়ার ৭ পর্বতারোহীর।

আরও পড়ুনঃ Diwali 2021: কদিন পরেই দেওয়ালি, তবু ক্রেতা শুন্য এলাকা : মন ভাল নেই বাজি শিল্পীদের

এদিকে, উত্তরাখন্ডের প্রাকৃতিক দুর্যোগের খবর দেখার পর থেকেই উদ্বেগ বাড়ে পরিবারগুলির। বার বার ফোন করেও সম্ভব হয়নি তাঁদের সাথে যোগাযোগ করা। চরম উৎকন্ঠা তৈরি হয় বাড়িতে থাকা পর্বতারোহী সদস্যদের। পরিবার সূত্রে জানা যায়, ট্রেকিং রুটে যাওয়ার আগে রবিবার শেষ কথা হয় তাঁদের সঙ্গে। কিন্তু তারপর থেকে আর তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের লোকজন। বাঁকুড়া জেলা পুলিশের তরফে বিভিন্ন ভাবে ট্রেকিং টিমের সাথে যোগাযোগ করার চেষ্টাও করা হয়।

অবশেষে মেলে স্বস্তির খবর। টানা পাঁচ দিন পরে শুক্রবার সন্ধ্যায় টেলিফোনে খবর আসে তারা সুস্থ ও ভালো আছেন। চরম উৎকণ্ঠা ও উদ্বেগের পর টেলিফোনের খবরে স্বস্তিতে বাঁকুড়ার ৭ পর্বতারোহীর পরিবার।

পর্বতারোহী পরিবারের সদস্যদের কথায়, শনিবার সকালে সাঁকরি থেকে তাঁরা রওনা দেন দেরাদুনের উদ্দেশ্যে। ওখান থেকে ট্রেনে করে রবিবার রাত ১০ টা নাগাদ আসানসোলে নামার কথা রয়েছে। পুরো বিষয়টি তাঁরা এদিন সকালে ভিডিও কলের মাধ্যমে জানতে পেরেছেন বলে জানান।