অলক্ষ্য থেকে প্রকাশ্যে, শীঘ্রই আত্মসমর্পণ করতে চলেছেন মাও শীর্ষ নেতা গণপতি

0
82

হায়দরাবাদ: একসময় দাপিয়ে বেড়িয়েছেন। বহুদিন ফেরার তিনি। খোঁজ ছিল না তাঁর। পুলিশ ও সামরিক বাহিনী খুঁজে খুঁজেও তাঁর কোনো খবর পায়নি। এমনকি তাঁর জন্য ১ কোটির পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। কিন্তু এতকিছুর পরেও কোনো খবর মেলেনি। অবশেষে নিজেই আত্মসমর্পণ করতে চান বলে ইচ্ছাপ্রকাশ করেছেন মাওবাদী শীর্ষনেতা গণপতি, ওরফে মাপ্পাল্লা লক্ষ্ণণ রাও।

সূত্রের খবর, তাঁর এই আত্মসমর্পণ করার পেছনে শারীরিক অসুস্থতাই বড় কারণ। বেশ কয়েকবছর ধরে শ্বাসকষ্ট, ডায়াবেটিস ও হাঁটুর সমস্যায় ভুগছে মাওবাদী শীর্ষনেতা গণপতি। তবে ৭৪ বছর বয়সী এই নেতার আত্মসমর্পণ নিয়ে এখনও সরকারি সূত্রে কোনো খবর মেলেনি।

- Advertisement -

প্রসঙ্গত, অবিভক্ত অন্ধ্রপ্রদেশের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন মাপ্পাল্লা লক্ষ্ণণ রাও ওরফে গণপতি।ছোট থেকেই পড়াশোনায় খুব মেধাবী ছিলেন। বিজ্ঞানে স্নাতক হওয়ার পর বিএড ডিগ্রিও অর্জন করেন তিনি। পরে মাওবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে ধীরে ধীরে শীর্ষ পদে পৌঁছান। একসময়ে তার অঙ্গুলিহেলনেই গোটা ভারতের মাওবাদ আন্দোলন পরিচালিত হত। ২০০৪ সালে সিপিআই (এমএল), পিপিলস ওয়ার গ্রুপ এবং মাওয়িস্ট কমিউনিস্ট সেন্টার অফ ইন্ডিয়াকে একত্রিত করে দেশের মাওবাদী আন্দোলনের গতিপথই বদলে দিয়েছিলেন গণপতি।

সূত্রের খবর, আর কয়েকদিনের মধ্যেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. এস রাও-এর কাছে আত্মসমর্পণ করবেন এই নেতা। শুধু তিনি একা নন। আরও পাঁচজন মাওবাদী এই তালিকায় আছেন। অসুস্থতার কাছেই হার মানলেন একসময়ের দাপুটে মাওবাদী নেতা।