৮ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে না কলকাতা মেট্রো, পিছিয়ে গেল তারিখ

0
525

কলকাতা: নবান্নে বৈঠকে বসেন মেট্রো রেলের আধিকারিকরা। বৃহস্পতিবারের বৈঠকেই কলকাতা মেট্রোর শুরুর দিনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত। এবার ৮ সেপ্টেম্বরের বদলে মেট্রো চালু হতে পারে চলতি মাসের মাঝামাঝি সময়ে।

এদিনের বৈঠকের নেওয়া সিদ্ধান্ত অনুসারে, সেপ্টেম্বরের ১৪ বা ১৫ তারিখ থেকে চলতে পারে মেট্রো। সাড়ে ১১টা নাগাদ হওয়া এই বৈঠকে হাজির ছিলেন মেট্রো রেলের আধিকারিকরা। পরিবহণ দফতরের আধিকারিক, নবান্নের অতিরিক্ত মুখ্যসচিব, কলকাতা পুলিশের কমিশনার, ডিরেক্টর জেনারেল, স্বাস্থ্য দফতরের আধিকারিকরা সহ উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার আধিকারিকরাও।

- Advertisement -

করোনার কারণে কলকাতা মেট্রো চালু নিয়ে কোনও ত্রুটি রাখতে চাইছে না প্রশাসন। সেই কাড়নেই তারিখের পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে। স্টেশনে তোড়জোড় শুরু হলেও ৮ সেপ্টেম্বরে শুরু করার বিশেষ কিছু সমস্যা হতে পারে। এরকম সম্ভাবনার কারণেই পিছিয়ে গেল মেট্রো চালুর দিন। তবে মনে করা হচ্ছে ১৫ সেপ্টেম্বর থেকেই কলকাতা মেট্রো আবার ছন্দে ফিরবে।

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই বৈঠক করা হয়। মেট্রোর মধ্যে যাতে কোনভাবেই সংক্রমণ না ঘটে তার জন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। নেওয়া হচ্ছে নতুন কিছু সিদ্ধান্ত। তা জানানো হবে যাত্রীদেরও। এমনকি মেট্রোর আধিকারিকদের পক্ষ থেকে কলকাতা পুলিশের সাহায্য চাওয়া হয়েছে। অতিরিক্ত ভিড় বা অন্য কোনও সমস্যা যাতে না হয় তার জন্যই কলকাতা পুলিশের সাহায্য দরকার বলে মনে করেছেন তাঁরা। পাশাপাশি জানা গিয়েছে, স্মার্ট কার্ডের মাধ্যমেই আপাতত মেট্রোতে যাতায়াত সম্ভবপর হবে।