একাধিক সাংগঠনিক বিষয় নিয়ে একান্তে বৈঠক করলেন মুকুল ও তথাগত

0
86

কলকাতা: দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা সারলেন মুকুল-তথাগত। দলের কর্মসূচীতে সরাসরি যোগ দেবেন না তথাগত রায়। তবে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক কৌশল সাজাতে সাহায্য করবেন তথাগত। এমনই জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়।

কলকাতায় ফিরেই বিজেপির সাংগঠনিক বিষয় নিয়ে তৎপর হয়েছেন তথাগত। মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় সম্প্রতি মুকুলের বাড়িতে গিয়েই আলোচনা সেরে ফেলেছেন। বর্ষীয়ান এই নেতা সহায়তা করবেন তৃণমূলের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে। তাঁর কথায়, ঘাফুলের জনবিরোধী কার্যকলাপকে সাদারঙের সামনে তুলে ধরায় তাঁর একমাত্র লক্ষ্য হবে।

- Advertisement -

দলের সাংগঠনিক বিষয় নিয়েই আলোচনা করেন মুকুল রায়ের সঙ্গে। সাংগঠনিক কাজে তিনি আগামী দিনেও পরামর্শ দিয়ে যাবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তৃণমূলের রাজনীতির বিরুদ্ধে মন্তব্য করতেও ছাড়েননি তিনি। রাজ্যের একাধিক সমস্যা নিয়ে শাসক দলের অক্ষমতা নিয়েও বলেন তিনি। বেকার সমস্যা নিয়েও সরকারের ভূমিকাকে কটাক্ষ করেন তিনি।

কলকাতায় ফেরার পরেই বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে বৈঠক করেন তথাগত। সেখানে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও উপস্থিত ছিলেন। মুকুল রায়ের উপস্থিতিতেই এই বৈঠক হয় কিন্তু সেখানে বিশেষ সুযোগ হয়নি তাঁর সঙ্গে কথোপকথনের। এমনটাই জানান তথাগত। তাই একান্তে বৈঠক করে একুশের আগেই ছক সাজিয়ে ঞ্জিলেন মুকুল ও তথাগত।