বিষাক্ত গ্যাস লিক করে গুরুতর অসুস্থ বহু কলেজ পড়ুয়া, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

0
47

খাস ডেস্ক: বিষাক্ত গ্যাস লিক করে গুরুতর অসুস্থ কলেজের একাধিক পড়ুয়া। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের (Hyderabad) কস্তুরবা কলেজে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: Covishield নেওয়ার পর শয্যাশায়ী, ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে দায়ের মামলা

- Advertisement -

জানা গিয়েছে, এদিন দুপুরে কলেজের সায়েন্স ল্যাবে আচমকাই বিষাক্ত গ্যাস লিক করে। সেইসময়ে অনেকজন সেখানে উপস্থিত ছিলেন। বিষাক্ত গ্যাসের কারণে প্রায় ১০-১৫ জন পড়ুয়া গুরুতর অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, বিষাক্ত গ্যাসে পড়ুয়াদের শ্বাসকষ্ট শুরু হয়। অনেকেই অজ্ঞান হয়ে যায়। কয়েজন পড়ুয়ার রক্তবমি হয়ে চলেছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কয়েকজন চিকিৎসার জন্য বর্তমানে সেকেন্দ্রাবাদের গীতা নার্সিং হোমে ভর্তি এবং বাকিদের অন্য একটি হাসপাতালের একটি শাখায় স্থানাতরিত করা হয়েছে।

আরও পড়ুন: বামফ্রন্টের আন্দোলন মজবুত হোক, আর্থিক সাহায্য করে বললেন তৃণমূল নেত্রী

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনাটি গ্যাস লিক করে ঘটেছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে দুর্যোগ মোকাবিলা বাহিনী।