১৩ জুন বিয়ে করছেন মমতা ব্যানার্জি, দেখুন কার্ড

0
70

চেন্নাই: ১৩ জুন বিয়ে করতে চলেছেন মমতা ব্যানার্জি৷ পাত্রের নাম সোসালিজম৷ মমতা ব্যানার্জি ও সোসালিজমের বিয়ের কার্ডও তৈরি৷ তবে বিয়ের আসর পশ্চিমবঙ্গে নয়, বসছে তামিলনাড়ুতে৷

ভাবছেন ফেক নিউজ! মোটেই নয়৷ এক্কেবারে খাঁটি খবর৷ তবে গল্পে একটা টুইস্ট আছে৷ মমতা ব্যানার্জি নাম শুনে ভারতীয়দের চোখের সামনে যাঁর ছবি ভেসে ওঠে ইনি তিনি নন৷ পাত্রীর পুরো নাম পি মমতা ব্যানার্জী৷ আর পাত্র হলেন এ এম সোশালিজম৷ আগামী রবিবার দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন৷

- Advertisement -

আসলে ভাইরাল হওয়া বিয়ের কার্ডে পাত্রীর জায়গায় মমতা ব্যানার্জির নাম দেখে অনেকেই ভিমরি খান৷ সকলের মাথায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই ঘুরপাক খেতে থাকে৷ তাঁর নামে বিয়ের কার্ড ছাপা হলে স্বাভাবিকভাবে কৌতূহল তৈরি হয় বৈকি৷

অন্যদিকে পাত্রের নাম নিয়েও নেটিজেনদের মনে কৌতূহল তৈরি হয়েছে৷ সোশালিজম নামের পিছনেও ইতিহাস আছে৷ জানা গিয়েছে, সালেম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার জেলা সম্পাদক লেনিন মোহনের ছেলে সোশালিজম৷ তিনি কট্টর বামপন্থায় বিশ্বাসী৷ সোশালিজম তাঁর তৃতীয় সন্তান৷ বাকি দুই ছেলের নাম কমিউনিজম এবং লেনিনিজম৷ নয়ের দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সময় জন্ম নেয় প্রথম সন্তান৷ তাই নাম রাখেন কমিউনিজম৷ তারপর জন্মায় লেনিনিজম৷

লেনিন মোহন জানিয়েছেন, যে গ্রামে তাঁরা থাকেন সেখানে এই রকম নামের ছড়াছড়ি৷ কারও নাম লেনিন, কারও নাম রাশিয়া৷ মস্কো, ভিয়েতনাম, চেকোশ্লোভাকিয়া নামও রয়েছে৷ সেখানে মেয়ের নাম মমতা ব্যানার্জি হওয়া আহাম্মক বিষয় নয়৷ তবে এখানেও আরেকটা টুইস্ট আছে৷ পাত্রীর পরিবার কিন্তু কংগ্রেসি৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আগে কংগ্রেসি ছিলেন৷ এত মিল দেখে রসিকতা করে নেটিজেনরা জানিয়েছেন, দম্পতির সন্তানের রাখা হবে তৃণমূল৷