প্রতিশ্রুতি পূরণই মূল লক্ষ্য, আজ হবে ভগবন্ত মানের মন্ত্রিসভার প্রথম বৈঠক

0
25
Cabinet meeting

চণ্ডীগড়: পাঞ্জাবে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার পর গত বুধবার আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। আজ শনিবার সকাল ১১ টা নাগাদ মানের নতুন মন্ত্রীসভার ১০ মন্ত্রীর শপথগ্রহণের পরেই মন্ত্রিসভা সম্প্রসারণ ঘটেছে। রাজ্যের উন্নয়নে আর এক মুহূর্ত সময় নষ্ট করতে করতে চাইছেন না ভগবন্ত মান। তাই মন্ত্রিসভা গঠনের পরেই আজই প্রথম মন্ত্রিসভার বৈঠক (Cabinet meeting) হতে চলেছে। যেখানে নেওয়া হতে পারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এমনটাই জানিয়েছে সূত্র।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ:  https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020

সূত্রের খবর ভগবন্ত মানের আম আদমি পার্টির (AAP) সরকার নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে একটি বাস্তবায়নের জন্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিতে পারে। পাঞ্জাবে AAP-এর অন্যান্য নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে, দলের জাতীয় আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দেওয়া রাজ্যের সরকারি স্কুল ও হাসপাতালের অবস্থার উন্নতি, কর্মসংস্থানের সুযোগ তৈরি, বিলিং চক্র প্রতি ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া। নির্বাচনের আগে পাঞ্জাবে ১৮ বছরের বেশি যুবতীদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কেজরিওয়াল দুর্নীতিমুক্ত সরকার এবং রাজ্যে মাদক নিয়ন্ত্রণের প্রতিশ্রুতিও দিয়েছিলেন।

আরও পড়ুন- ‘সাহস থাকলে Asansol থেকে প্রার্থী হোক’, বাবুলকে ‘গদ্দার’ বলে বিস্ফোরক Arjun Singh

উল্লেখ্য, বৃহস্পতিবার, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ২৩ মার্চ ‘শহীদ দিবস’-এ রাজ্যে একটি দুর্নীতিবিরোধী হেল্পলাইন চালু করা হবে। মান বলেছিলেন যে রাজ্যের মানুষ হোয়াটসঅ্যাপের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানাতে সক্ষম হবে। কার্যভার গ্রহণের একদিন পরে, AAP-এর নেতৃত্বাধীন পাঞ্জাব সরকার রাজ্য বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল তা পূরণের দিকে প্রথম পদক্ষেপ নিয়েছিল। বলা হয়েছিল রাজ্যে একটি দুর্নীতিমুক্ত এবং রাজ্যে মাদকের আতঙ্ক নিয়ন্ত্রণ করে এমন সরকার গঠন করা হয়েছে। তবে আজকের মন্ত্রিসভার বৈঠকে(Cabinet meeting)  কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই দেখার।