দিল্লি AIIMS-এর সার্ভারের পর এবার হ্যাক করা হল জলশক্তি মন্ত্রকের টুইটার হ্যান্ডেল

0
56
Jal Shakti ministry

নয়াদিল্লি: দেশের একাধিক মন্ত্রকের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা প্রতিনিয়ত ঘটছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সেই ঘটনাই ঘটল আরও একবার।  বৃহস্পতিবার জলশক্তি মন্ত্রকের (Jal Shakti ministry)টুইটার হ্যান্ডেলটি কিছু সময়ের জন্য হ্যাক করা হয়েছে বলেই জানানো হয়েছে। 

অজানা পরিচয়ের কেউ এই কাজের সঙ্গে যুক্ত বলেই জানা গিয়েছে।বৃহস্পতিবার ভোরে জলশক্তি মন্ত্রকের টুইটার অ্যাকাউন্টটি সংক্ষিপ্তভাবে হ্যাক করা হয়েছে বলেই মনে হচ্ছে। হ্যাকাররা স্বচ্ছ ভারত এবং অন্যান্য মন্ত্রককে ট্যাগ করে একাধিক টুইট পোস্ট করেছে।  যদিও সব টুইট এখন মুছে ফেলা হয়েছে। পোস্ট করা টুইটগুলি কিছু সম্ভাব্য ফেক অ্যাকাউন্ট এবং কিছু  আসল অ্যাকাউন্টকে ট্যাগ করা হয়েছে। হ্যাকাররা ৮০ টিরও বেশি টুইট পোস্ট করেছে। কিছু অ্যাকাউন্টকে ফেক অ্যাকাউন্ট বলে সন্দেহ করা হচ্ছে কারণ তাদের  ১০ জনের কম ফলোয়ার রয়েছে। কিছু ট্যাগ করা অ্যাকাউন্ট  ২ হাজারের বেশি অনুসরণকারী রয়েছে। কিছু টুইট পাকিস্তানি অ্যাকাউন্টকেও ট্যাগ করে করেছে। এছাড়াও ক্রিপ্টো-ভিত্তিক টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে।

- Advertisement -

আরও পড়ুন- প্রথম দফার ভোটের দিনেই গুজরাটে এখনও পর্যন্ত “দীর্ঘতম রোডশো”-র নেতৃত্ব দেবেন PM Modi

সম্প্রতি দিল্লি AIIMS-এর সার্ভার হ্যাক হওয়ার পর এটি একটি সরকারি সাইটে দ্বিতীয় বড় সাইবার আক্রমণ। মঙ্গলবার সকালে হ্যাকিংয়ের ঘটনা ঘটলেও দ্রুত অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়। নিরাপত্তা সংস্থা  এবং সাইবার বিশেষজ্ঞরা জলশক্তি মন্ত্রকের (Jal Shakti ministry) টুইটার হ্যান্ডেলটি  হ্যাকের ঘটনাটি  নিয়ে তদন্ত করছেন। হ্যাকিং হামলার বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়। সমস্ত টুইট মুছে ফেলা হয়েছে, তাই এটি পরিষ্কার যে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হ্যাকার গ্রুপ হ্যাকিংয়ের দায় স্বীকার করেনি।