
শান্তি রায়চৌধুরী: জার্মানি কি তবে এবারও বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে যাচ্ছে? চারবারের চাম্পিয়ানদের নিয়ে এই শঙ্কাই আসলে কাজ করছে সবার মনে। আজ কোস্টারিকার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে যেমন শুধু জিতলেই হবে না তাকিয়ে থাকতে হবে তাদের অন্য ম্যাচের দিকেও। জাপানের বিপক্ষে স্পেন যদি জিততে না পারে তাহলে হয়তো ভিন্ন কিছুই হতে পারে। তবে আজকের ম্যাচে জার্মানি ও স্পেন এই দুই দলই এগিয়ে।
আরও পড়ুন: আজব প্রতিযোগিতা এই বিশ্বকাপ, মেসিদের কাছে ০-২ হেরেও নকআউটে পোল্যান্ড
স্পেন দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে এই গ্রুপে সবার উপরে দ্বিতীয় স্থানে থাকা জাপান ও তৃতীয় স্থানে থাকা কোস্টারিকার পয়েন্ট সমান ৩ পয়েন্ট করে। আর এক পয়েন্ট নিয়ে সবার নিচে গতবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া জার্মানি। স বমিলিয়ে জার্মানি আসলে এখন খাদের কিনারে। তবে স্পেনের বিপক্ষে পিছিয়ে গিয়েও যেভাবে পয়েন্ট আদায় করেছে দলটি তাতে হান্স ফ্লিকের দলকে আত্মবিশ্বাসী করবেই। ওই ম্যাচটিকে তো টুর্নামেন্টের অন্যতম সেরাও বলা হচ্ছে। কোস্টারিকার বিপক্ষে আজ তাই জার্মানিকে ফেভারিট মনে করা হচ্ছে।
অন্যদিকে স্পেনের বিপক্ষে ৭ গোলে বিধ্বস্ত হলেও জাপানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে এক শূন্য ব্যবধানে জিতেছে তারা। যেহেতু ওদের ড্র করলেও সম্ভাবনা থাকবে। তাই জার্মানির বিপক্ষে আলট্রা ডিফেন্সিভ খেলবে ওরা। তবে সব কিছুর পরও বলা যেতে পারে জার্মানির এই ম্যাচ জেতা উচিত।
জার্মানিকে হারিয়ে জাপান দারুন সম্ভাবনা তৈরি করেছিল । কিন্তু পরে নিজেদের ভুলেই সেই সম্ভাবনার পথটা তারা নষ্ট করেছে। জার্মানিকে হারানোর পর কোস্টারিকার কাছে তাদের হারটা আসলে মানা যায় না। স্পেনের বিপক্ষে আজকে ম্যাচটি নিঃসন্দেহে খুব কঠিন হবে তাদের জন্য।
স্পেন কোস্টারিকার বিপক্ষে ৭ গোলের বড় জয়ে আসর শুরু করলেও জার্মানির সঙ্গে পরে ১-১ ড্র করে। টেবিলের শীর্ষে থাকায় কিছুটা সুবিধা জনক অবস্থানে তারা। ড্র করলেও হয়তো সুযোগ থাকবে। তবে জাপানের বিপক্ষে কিছুতেই হারতে চাইবে না তারা। শেষ ম্যাচে একটা জয় নিয়ে নক আউটে যেতে চাইবে তারা। সিরিয়াস থাকলে জাপান সমস্যায় পড়বে। মনে হয়, এই ম্যাচে স্পেনই এগিয়ে।
আজ এফ গ্রুপে ক্রোয়েশিয়া ও বেলজিয়াম মুখোমুখি হচ্ছে। এবার বেলজিয়াম দলটির মধ্যে একটা মোটিভেশনের খুব অভাব পরিলক্ষিত হচ্ছে। মনে হচ্ছে, এই দলটার মধ্যে কোন সমস্যা আছে। যেটা আমরা ২০১০ সালে দেখা গিয়েছিল ফ্রান্স দলে। অনেক তারকা আছে কিন্তু তাদের মধ্যে সংহতি নেই। তাই তারকা থাকাটা তাদের কাজে আসছে না। ক্রোয়েশিয়া প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষের ড্র করলেও কানাডার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় তুলে নেয়। চার পয়েন্ট নিয়ে টেবিলের টপে তারা। গত ম্যাচের পারফরমেন্স হলে ক্রোয়েশিয়াকে কিছুটা এগিয়ে রাখা যেতেই পারে। তবে মনে করা হচ্ছে ম্যাচটাতে লড়াই হবে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
মরক্কো ও কানাডার মধ্যকার গ্রুপের অন্য ম্যাচে মরক্কোই ফেভারিট। বিশেষ করে বেলজিয়ামের বিপক্ষে যেভাবে খেলেছে সেটা ছিল দুর্দান্ত। এরপরও মনে হচ্ছে মরক্কোকে পরীক্ষার মধ্যে পড়তে হবে। কারণ, কানাডার হারানোর কিছু নেই। বিশ্বকাপটা তারা শেষ করতে চাইবে কিছু একটা অর্জন করে। সেই জায়গায় মরক্কোর জন্য কঠিন হবে ম্যাচটা।