চিনা বিদ্বেষের রেশে আইপিএল ‘বয়কট’-এর ডাক ভারতীয় ক্রিকেটপ্রেমীদের

0
1725

নয়াদিল্লি: ভারতের অন্যতম সেরা টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর দামামা বেজে গেছে। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হতে চলেছে এবারের এই মহা টুর্নামেন্ট। দেশের মাটিতে না বিদেশের মাটিতে হবে এই টুর্নামেন্ট। চলবে ১০ নভেম্ব পর্যন্ত। ক্রিকেট প্রেমীদের কাছে সত্যিই আনন্দের খবর।

আরও পড়ুন- পুজোর উপহার হিসেবে তিলোত্তমা পেতে চলেছে দক্ষিণেশ্বর মেট্রো

- Advertisement -

কিন্তু সেই আনন্দে কাঁটা হয়ে দেখা দিচ্ছে চিন বিদ্বেষ। আইপিএলে স্পন্সর নিয়ে শুরু হয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে দ্বন্দ্ব। “৪৫দিন আগে যে দেশ আমাদের সৈনিকদের মেরেছে সেই দেশের স্পন্সর নিয়ে তৈরি আইপিএল কি আপনার দেখবেন?” সোশ্যাল মিডিয়ায় উঠেছে আইপিএল বয়কটের ডাক। বিসিসিআই-এর ক্রীড়াসূচি নিয়ে সিদ্ধান্তের পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে।

ক্রিকেট অনুরাগীদের জন্য যে সুখবর হওয়ার কথা ছিল, যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে, তা ভুল-ঠিক এবং দেশপ্রেমের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেমনটি প্ৰশ্ন উঠেছে, করোনাভাইরাস মহামারি সত্ত্বেও বিশ্বের প্রধান টি -২০ লিগ সেপ্টেম্বর-নভেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া নিয়ে।

তবে ভারতীয় ভক্তরা, সম্ভবত সবচেয়ে খুশি নন। কারণ নয়, করোনভাইরাসটির মতো ‘চিনা আমদানি’র জন্য একটি বাস্তব অস্তিত্ব সংকট রয়েছে দেশ। পাশাপাশি এই চিনা স্পন্সর এই আইপিএলে সবচেয়ে বেশি এয়ারটাইম পাবে। আর যার ফলাফল, #বয়কোটআইপিএল!

প্রসঙ্গত, এ বারের আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল হবে ১০ নভেম্বর। রবিবার গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। প্রত্যেক দলের স্কোয়াডে থাকবে ২৪ জন ক্রিকেটার। কোভিড-১৯ পরিবর্ত নেওয়ার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই। তা যত জন দরকার, তত জন নেওয়া যাবে। এ বারের আইপিএলে ১০টি ডাবল হেডার হবে।