পুজোর উপহার হিসেবে তিলোত্তমা পেতে চলেছে দক্ষিণেশ্বর মেট্রো

0
1070

কলকাতা: লকডাউনের জনজীবন বন্ধ হলেও চলেছে বাকি থাকা প্রস্তাবিত মেট্রোরেল সম্প্রসারণের কাজ। আর তার ফলস্বরূপ মিলল দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ। আশা করা হচ্ছে, দুর্গাপূজাতে রাজ্যবাসী উপহার হিসেবে পাবেন এই মেট্রো।

আরও পড়ুন- রেশন নিয়ে স্বচ্ছতা আনতে তথ্য প্রকাশ করল রাজ্য সরকার

- Advertisement -

দক্ষিণেশ্বরের এই মেট্রো চালু হলে ভক্তরা মেট্রো স্টেশন থেকে সোজা স্কাই ওয়াক হয়ে পৌঁছে যাবে মন্দিরের দরজায়। সেই মেট্রো স্টেশনের কাজ এখন চূড়ান্ত পর্বে। সব ঠিক থাকলে শুরু হয়ে যাবে ট্রায়াল রানও।

উল্লেখযোগ্যভাবে এই নর্থ-সাউথ মেট্রো চালু হলে কলকাতা-সহ রাজ্যের দুই প্রধান কালি মন্দির এক সুতোয় গাঁথা হয়ে যাবে। কালীঘাট ও দক্ষিণেশ্বর দূরত্ব ১৫ মিনিটে অতিক্রম করতে পারবেন মানুষ। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, “মানুষ এখন থেকে তিনটি ধর্মীয় স্থান (কালীঘাট-দক্ষিণেশ্বর-বেলুড় মঠ) একসঙ্গে ঘুরতে পারবেন খুব কম সময়ে। মাত্র দেড় ঘন্টার মধ্যেই দর্শন শেষ করতে পারবেন মানুষ। দক্ষিণেশ্বর স্টেশন থেকে এয়ারপোর্ট মাত্র ১০ কিলোমিটার।”

এটি নিউ গড়িয়া-নোয়াপাড়া মেট্রোর সম্প্রসারণ। এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনটি অত্যাধুনিক প্রযুক্তি ও আধুনিকভাবে সাজানো হচ্ছে। থাকছে অত্যাধুনিক চলমান সিঁড়ি, টিকিট কাউন্টার। পাশাপাশি, দক্ষিণেশ্বর রেল স্টেশনও পৌঁছে যাওয়া যাবে মেট্রো রেলের গর্ভস্থ পথ দিয়ে। পাঁচ মিনিটের ব্যবধানে এই মেট্রো চালাবে কর্তৃপক্ষ।

আরও পড়ুন- ঘর ওয়াপসি, বঙ্গ বিজেপির শিবির ছেড়ে ২১ নেতার তৃণমূলে যোগ দেওয়ার ইঙ্গিত

মেট্রো রেল কর্তৃপক্ষের এক অফিসারের কথায়, “লকডাউন ও করোনা পরিস্থিতিতে আমরা সবাই লড়াই করছি। তবে এর মধ্যেও আমরা কাজের গতি বজায় রেখেছি। আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করে ও তাঁদের সংস্পর্শে আসা মানুষদের আইসোলেশনের ব্যবস্থা করিয়ে কাজ চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এরফলে এই পর্বের কাজ প্রায় শেষের পর্যায়ে।”

আরও পড়ুন- বিজেপি সাংসদ-বিধায়কদের দলে ফেরার বিষয়ে মুখ খুলল তৃণমূল

২০১০ সালে রেলমন্ত্রী থাকার সময় এই মেট্রো প্রকল্পে সিলমোহর দেন বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব জট কাটিয়ে ২০১৭-তে এই কাজ শুরু হয়। পুরোদমে কাজ চলছে এই পর্বে।