YouTube ও website-এ ভারতের বিরুদ্ধে মিথ্যাচার বা ষড়যন্ত্র নয়, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর

ভারতের বিরুদ্ধে এর আগে, মিথ্যা বা ষড়যন্ত্র ছড়ানো প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছিল বন্ধ করে দেওয়া ২০ টি ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটগুলি "পাকিস্তান থেকে পরিচালিত একটি সমন্বিত বিভ্রান্তিমূলক নেটওয়ার্ক"

0
100

নয়াদিল্লি: সকলের কাছেই দেশের সম্মান সবার আগে। তবে অনেকেই নিজের দেশে থেকও দেশবিরোধী মন্তব্য করেন। এমনকি সোশ্যাল সাইট এবং ইউটিউব চ্যানেল অনেকেই অনেক পোস্ট করেছেন। সেই বিষয় নিয়েই এবার আরও কড়া হয়েছে কেন্দ্র। ভারত বিরোধী প্রচার এবং জাল খবর ছড়ানোর জন্য দুটি ওয়েবসাইট এবং ২০ টি ইউটিউব চ্যানেল ব্লক করার পরেই এই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বুধবার সতর্ক করে দিয়েছিলেন যে সরকার দেশের বিরুদ্ধে ‘হ্যাচিং ষড়যন্ত্র’ কারীদের বিরুদ্ধে কাজ চালিয়ে যাবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, “আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম। আমি খুশি যে বিশ্বের অনেক বড় দেশ এটির বিষয়টি বিবেচনা করেছে। ইউটিউবও এগিয়ে এসেছিল এবং তাদের ব্লক করার জন্য ব্যবস্থা নিয়েছে।” গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে, তথ্য ও সম্প্রচার মন্ত্রক ২০২১ সালের ডিসেম্বরে ২০ টি ইউটিউব চ্যানেল এবং দুটি ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দিয়েছিল। পিছনে রয়েছে কারণও। ওই চ্যানেলগুলি ভারত বিরোধী প্রচার এবং জাল খবর ছড়াচ্ছে বলে অভিযোগ করা হয়েছিল। অনুরাগ ঠাকুর কড়া বার্তা দিয়ে বলেছেন, “ভবিষ্যতেও, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা ছড়ানো এবং সমাজকে বিভক্ত করে এমন কোনও অ্যাকাউন্টকে ব্লক করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।”

- Advertisement -

উল্লেখ্য ভারতের বিরুদ্ধে এর আগে, মিথ্যা বা ষড়যন্ত্র ছড়ানো প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছিল বন্ধ করে দেওয়া ২০ টি ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটগুলি “পাকিস্তান থেকে পরিচালিত একটি সমন্বিত বিভ্রান্তিমূলক নেটওয়ার্ক” এর অন্তর্গত। কেন্দ্রের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, চ্যানেলগুলি “কাশ্মীর, ভারতীয় সেনাবাহিনী, ভারতের সংখ্যালঘু সম্প্রদায়, রাম মন্দির, (প্রয়াত সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত, ইত্যাদি বিষয়ের উপর সমন্বিতভাবে বিভাজনমূলক বিষয়বস্তু শেয়ার করার জন্য ব্যবহার করা হয়েছিল।

কেন্দ্র জানিয়েছে, যে ২০ টি ইউটিউব চ্যানেলকে ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে ছিল নয়া পাকিস্তান গ্রুপ (NPG), যেগুলি পাকিস্তান থেকে পরিচালিত হয়। NPG অন্তত ৩.৫ মিলিয়ন গ্রাহক সহ YouTube চ্যানেলের একটি নেটওয়ার্ক রয়েছে। তাদের ভিডিও ৫৫০ মিলিয়ন বার দেখা হয়েছে বলেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রিপোর্ট করেছে। ২০ টি চ্যানেলের মধ্যে রয়েছে আন্তর্জাতিক ওয়েব নিউজ, খালসা টিভি, দ্য পাঞ্চ লাইন, ৪৮ নিউজ, দ্য নেকেড ট্রুথ, নিউজ 24, কাল্পনিক ঐতিহাসিক ঘটনা, পাঞ্জাব ভাইরাল, নয়া পাকিস্তান গ্লোবাল এবং কভার স্টোরি। এগুলি ছাড়াও কাশ্মীর গ্লোবাল এবং কাশ্মীর ওয়াচ ওয়েবসাইটগুলি সম্পূর্ণরূপে ব্লক করা হয়েছিল।