Indian Army: শত্রু নিধনে এবার ভারতীয় সেনার হাতে আসছে রাশিয়ার ব্রহ্মাস্ত্র

রাশিয়ান রাষ্ট্রপতির সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে বলেই সূত্রের খবর।আরও জানা গিয়েছে পুতিন এবং মোদির মধ্যে বৈঠকে এস-৪০০ মিসাইল সিস্টেম (S-400 Missile System) নিয়ে আলোচনা হতে পারে। যা ইতিমধ্যে অংশে ভারতে আসতে শুরু করেছে।

0
212

নয়াদিল্লি: এমনিতেই ভারতের সামরিক শক্তি শত্রুদের মনে ভয় ধরিয়ে আরও শক্তিশালী হতে চলেছে ভারতের নিরাপত্তা ব্যবস্থা। কারণ এবার ভারতীয় সেনার (Indian Army) হাতে আসতে চলছে রাশিয়ার একে-২০৩ অ্যাসল্ট রাইফেল (AK-203 Assult Rifle)। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russia President Vladimir Putin) ভারত সফরের সময়ে এই চুক্তি হতে পারে বলেই আশা করা হচ্ছে।

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে ভারতে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে ২১ তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য তিনি ৬ ডিসেম্বর নয়াদিল্লিতে আনুষ্ঠানিক সফর করবেন। নেতৃবৃন্দ G20, BRICS এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের মধ্যে যৌথভাবে কাজ সহ আন্তর্জাতিক আলোচ্যসূচিতে প্রাসঙ্গিক বিষয়গুলি নিয়ে মতামত বিনিময় করবেন। একে-২০৩ অ্যাসল্ট রাইফেল নিয়ে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চূড়ান্ত অনুমোদনসহ প্রয়োজনীয় সব ছাড়পত্র দিয়েছে বলেই জানা গিয়েছে।

- Advertisement -

রাশিয়ান রাষ্ট্রপতির সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে বলেই সূত্রের খবর।আরও জানা গিয়েছে পুতিন এবং মোদির মধ্যে বৈঠকে এস-৪০০ মিসাইল সিস্টেম (S-400 Missile System) নিয়ে আলোচনা হতে পারে। যা ইতিমধ্যে অংশে ভারতে আসতে শুরু করেছে। ইগলা যা ঘাড়ে করে বহন করা যায় সেই এয়ার ডিফেন্স সিস্টেম নিয়েও উভয় পক্ষের মধ্যে কাজ চলছে।

আরও পড়ুন- Elephant: কাদায় আটকে নাস্তানাবুদ হাতির দল উদ্ধারে এল JCB

বলা ভালো, ভারতের উত্তরপ্রদেশের আমেঠির কারখানা তৈরি হবে প্রায় সাড়ে সাত লক্ষ একে-২০৩ অ্যাসল্ট (AK-203 Assult Rifle) রাইফেল। তবে সেই প্রযুক্তি ভারতে আসতে কিছুটা সময় লাগবে। তাই ভারতীয় সেনাবাহিনী যে সাড়ে সাত লক্ষ রাইফেল পাবে সেগুলির মধ্যে আপাতত ৭০ হাজার রাইফেল তৈরি হবে রাশিয়ার পাঠানো যন্ত্রাংশ দিয়েই। এই উৎপাদন প্রক্রিয়া শুরুর ৩২ মাসের মধ্যে ভারতীয় সেনার হাতে পৌঁছে যাবে একে-২০৩ অ্যাসল্ট রাইফেল।