ভারত, পাকিস্তান ও বাংলাদেশ মিলিয়ে এক দেশ হওয়া উচিত: নবাব মালিক

0
904

মুম্বই: করাচি ভারতেরই অংশ হবে তা শুধুই সময়ের অপেক্ষা, এমনটাই জানিয়েছে মহারাষ্ট্র বিজেপি। ঠিক সেই উত্তরে বিজেপিকে কটাক্ষ করেছেন এনসিপির মন্ত্রী নবাব মালিক।

তিনি বলেছেন, “বিজেপি যদি ভারত, পাকিস্তান ও বাংলাদেশ মিলিয়ে একটা দেশ তৈরি করে সেই পদক্ষেপকে এনসিপি স্বাগত জানাবে”।

- Advertisement -

দেবেন্দ্র ফড়নবীশের মন্তব্য সম্পর্কে মালিক আরও বলেন, “দেবেন্দ্র জি বলেছেন করাচি তাড়াতাড়ি ভারতের অংশ হবে। আমরা কবে থেকেই বলেছি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের এক হয়ে যাওয়া উচিত। যদি বার্লিনের দেওয়াল ভেঙে যেতে পারে তাহলে এই তিন দেশ কেন এক হতে পারবে না? বিজেপি এই কাজ করতে পারলে আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবো”।

বৃহ্নমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট শিব সেনার র সঙ্গে লড়তে চায় এনসিপি। এই প্রসঙ্গে নবাব জানান, “বিএমসি নির্বাচনের জন্য এখনও ১৫ মাস বাকি। প্রত্যেক দলের তাঁর দলের জন্য কাজ করার প্রয়োজন আছে। আমরাও আমাদের দলকে শক্ত করছি। আমরা চাই যে তিন দল সরকার চালাচ্ছে তাঁরা একসঙ্গে নির্বাচন লড়ুক”।

পাশাপাশি মুম্বইয়ের লকডাউন হবে কি না সেই প্রসঙ্গে তিনি বলেন, “মুম্বইতে লকডাউনের কোনও প্রয়োজন নেই”। করোনা পরিস্থিতির দিকে নজর দিয়ে আমরা প্রশাসনকে তৈরি থাকতে জানিয়েছি। আমতা করোনা নিয়ন্ত্রনে সফল হয়েছি।