অনলাইনে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার এক

0
456

পলাশ নস্কর, বিধাননগর ব্যুরো: অনলাইনে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বিধাননগর সল্টলেকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম প্রতীক বাগ। গোপন সূত্রে খবর পেয়ে বেলেঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। ধৃতকে আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।

- Advertisement -

সূত্রের খবর, হাইলাইট ফার্মাসিটি নামে একটি অ্যাপ খুলে লক্ষাধিক টাকা প্রতারণা করার অভিযোগে এক ব্যক্তিকে রবিবার রাতে গ্রেফতার করে পুলিশ। বেশ কিছুদিন ধরে সল্টলেক অঞ্চলে অ্যাপের মাধ্যমে প্রতারণা চক্র চলছিল। সেখানে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে গ্লাভস প্রত্যেকটি করোনার প্রতিরোধের ব্যবহার করা হচ্ছিল।

জানা গিয়েছে, অনলাইনের বিজ্ঞাপনের মাধ্যমে এই সমস্ত জিনিসের প্রচার করা হত। যারা অনলাইনে জিনিস কেনার জন্য অর্ডার করত তাঁদেরকে সল্টলেক সিটি সেন্টারের কাছে আসতে বলা হত। ক্রেতার কাছ থেকে টাকাটা নিয়ে জিনিসপত্র পরবর্তী সময় দিচ্ছি বলে চম্পট দিত ওই প্রতারক। এরপর বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ তদন্তে নামে। রবিবার রাতে বেলেঘাটা থেকে প্রতীক বাগকে গ্রেফতার করে পুলিশ।