বিরসা মুণ্ডার জন্মদিনে রাজ্যে ছুটির ঘোষণা মমতার

0
139

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসার পর বিরসা মুণ্ডা মূর্তি বিতর্ক নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। সোমবার এই বাঁকুড়ার খাতড়া সিধু কানু স্টেডিয়ামের মঞ্চ থেকে ঘোষণা করেন এবার থেকে বিরসা মুণ্ডার জন্মদিনেও রাজ্যে ছুটি থাকবে। 

এদিন এক গুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঁকুড়ার খাতড়া সিধু কানু স্টেডিয়ামে উপস্থিত হয়ে প্রকল্প শিলান্যাস, উদ্বোধন করার পাশাপাশি বেশ কয়েক জন উপভোক্তাকে সাহায্য তুলে দেন।

- Advertisement -

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত আছেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক এস অরুণ প্রসাদ, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ শাসক দলের বিধায়করা। বাউরী কারচারাল বোর্ডকে ৫ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করার৷ পাশাপাশি এই বোর্ডের পরিচালন কমিটির নামের তালিকাও ঘোষণা করেন। এরপরে বাগদী উন্নয়নমূলক বোর্ড তৈরি করা হবে বলে জানান।

কন্যাশ্রী নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজ্যের সব মেয়েরাই আজ কন্যাশ্রী। রাজ্যে সাড়ে সাত কোটি পরিবার এখন স্বাস্থ্য সাথীর আওতাভূক্ত দাবি করে বলেন, এখন রাজ্যের গণ্ডি ছাড়িয়ে ভেলোর থেকে দিল্লী সব জায়গায় ৫ লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা পাবেন।