কাবুল থেকে আসা পবিত্র ধর্মগ্রন্থ মাথায় করে আনলেন কেন্দ্রীয় মন্ত্রী

0
74

নয়াদিল্লি: ভারতীয় সহ অনান্যদের তালিবান প্রভাবিত দেশ থেকে উদ্ধারের জন্য কাবুল বিমানবন্দর থেকে প্রতিদিন দুটি করে বিমান পরিচালনা করার অনুমতি পেয়েছে ভারত। সেই সুযোগ ব্যবহার করে ভারতীয়দের দেশে ফেরানোর দ্রুত চেষ্টা করছে ভারত। আজই ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান ৭৮ জনকে নিয়ে দিল্লির মাটি ছুঁয়েছে। সেই বিমানে করে ভারতে আনা হয়েছে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ ‘গুরু গ্রন্থ সাহিব’-এর তিনটি কপি।

তালিবান-ঘেরা কাবুল থেকে তাজিক শহরে ভারতীয়দের সোমবার সরিয়ে নেওয়ার একদিন পর মঙ্গলবার দুশানবে থেকে ৭৮ জনকে ভারতে ফেরানো হয়েছে। যার মধ্যে ২৫ জন রয়েছেন ভারতীয় এবং কিছুজন রয়েছেন আফগান শিখ ও হিন্দু। সেই সামরিক বিমানে করেই এসেছে ‘গুরু গ্রন্থ সাহিব’। সোমবার ভারতীয় বিমান বাহিনীর একটি সামরিক পরিবহন বিমানের মাধ্যমে কাবুল থেকে দুশানবেতে সেগুলিকে নিয়ে যাওয়া হয়েছিল। মঙ্গলবার ভারতীয়দের সঙ্গেই পবিত্র ধর্মগ্রন্থকে দিল্লি ফেরানো হয়েছে। দিল্লিতে সেই ওই ধর্মগ্রন্থ মাথায় নিয়ে বিমান বন্দর থেকে বেরোন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গ্রহনের জন্য আগে থেকেই কেন্দ্রীয় মন্ত্রী দিল্লি বিমানবন্দরে উপস্থিতি ছিলেন।

- Advertisement -

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং ভি মুরালিধরন ধর্মগ্রন্থ উদ্ধার করেন। কেন্দ্রীয় মন্ত্রী পরে টুইট করে লেখেন, “কাবুল থেকে দিল্লি পর্যন্ত আসা শ্রী গুরু গ্রন্থ সাহেব জি’র তিনটি পবিত্র স্বরূপ গ্রহণ করে ও শ্রদ্ধা নিবেদন করে ধন্য হয়েছি।” একই সঙ্গে বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ৭৮ জনকে দিল্লি আনা হচ্ছে। সোমবার, কাতারের রাজধানী দোহা থেকে চারটি ভিন্ন ফ্লাইটে ১৪৬ জন নাগরিককে দিল্লিতে ফিরিয়ে এনেছে ভারত।

আরও পড়ুন- ‘তালিবানদের কথায়-কাজে বিস্তর তফাৎ’, আফগানি শিখ-হিন্দুদের উদ্ধারের আর্জি আনারকলির

গত সপ্তাহে গোটা আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় ফেরার পর আফগানের রাজধানী এবং দেশের অন্যান্য অঞ্চলের নিরাপত্তা অবনতি হতে শুরু করে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত তার নাগরিকদের পাশাপাশি আফগানদের দ্রুত উদ্ধারকার শুরু করে। যা এখনও চলছে। ১৫ অগাস্ট তালিবানরা আফগানিস্তান দখল নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৮০০ জনকে ভারতে ফিরিয়েছে দিল্লি। বিপদে থাকা আফগানদেরও ভারতে জায়গা দিচ্ছে মোদী সরকার। যত তাড়াতাড়ি সম্ভব তালিবান জঙ্গিদের ডেরা থেকে ভারতীয়দের উদ্ধারের মরিয়া চেষ্টা করছে নয়াদিল্লি।