তালিবান শাসনের জের, বন্ধ রশিদদের পাক অভিযান

0
45

খাস খবর ডেস্ক: তালিবান শাসনে ভাল নেই আফগান ক্রিকেটাররাও। দেশজুড়ে ভয়াবহ পরিস্থিতির জেরে এবার স্থগিত করে দেওয়া হল আফগানিস্তানের পাকিস্তান সিরিজ। পাক বোর্ডের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

আরও পড়ুন, ‘তালিবানদের কথায়-কাজে বিস্তর তফাৎ’, আফগানি শিখ-হিন্দুদের উদ্ধারের আর্জি আনারকলির

- Advertisement -

সেপ্টেম্বরের শুরুর দিকেই পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামার কথা ছিল আফগানিস্তানের। বাবর আজম-রশিদ খানের লড়াই দেখার জন্য মুখিয়ে ছিল গোটাবিশ্ব৷ তবে, এই দ্বৈরথ দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুমাস। আপাতত স্থগিত রাখা হল সিরিজ। আফগান ক্রিকেট বোর্ডের প্রধান হামিদ আনসারির কথায়, ‘ক্রিকেটারদের মানসিক অবস্থা ভাল নয়। তাই এই সিদ্ধান্ত৷ দু’পক্ষই এই সিদ্ধান্তে রাজি হয়েছে।’

আরও পড়ুন,  ‘রাতের ঘুম উড়ে গিয়েছে’, তালিবান আমলে ক্রিকেটের ভবিষ্যত নিয়ে সন্দিহান আফগান পেসার

হামিদ দাবি করেছেন, ‘সোমবার সন্ধ্যায় পাক ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে সিরিজ বন্ধ রাখার কথা বলি আমরা। ওরা আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও পাশে রয়েছে। আইসিসিকে জানিয়েছি, ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের আগেই এই সিরিজ খেলব আমরা৷’

উল্লেখ্য, তালিবানদের দেশ দখলের জেরে ঘুম উড়ে যাওয়ার কথা বলেছিলেন সেদেশের পেসার নভীন উল হকও। ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন তিনি। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমাদের খেলোয়াড়দের চোখে মুখে চাপ স্পষ্ট। তালিবানরা যতই বলুক যে ওরা ক্রিকেটে নাক গলাবে না। ভবিষ্যতে কী হবে, তা কেউ বলতে পারে না। ক্রিকেট আমাদের দেশের মানুষকে খুশি রাখে। আমাদের কাছে নিছক খেলার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এটি।  এমন চাঞ্চল্যকর পরিস্থিতিতে আমরা খেলায় মন দিতে পারছি না। কিছুক্ষণের জন্য নাহয় খেলায় মনোসংযোগ করা যায়৷ কিন্তু তারপরই চিন্তা হতে শুরু করে। দেশের এই পরিস্থিতিতে ক্রিকেটে মন দেওয়া অসম্ভব।’