অ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্য, রামদেবকে এক হাজার কোটি টাকার মানহানির নোটিশ

শুধু মানহানি মামলার হুঁশিয়ারিও দেয়নি আইএমএ৷ তারা রাজ্যের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতকেও চিঠি লিখে রামদেবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছে৷

0
46

দেরাদুন: ক্ষমা চেয়েও বিতর্কে যবনিকা পড়েনি৷ এবার যোগগুরু বাবা রামদেবের (Baba Ramdev) বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করতে চলেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) উত্তরাখণ্ড শাখা (Uttarakhand Branch)৷ তাদের বক্তব্য, ১৫ দিনের মধ্যে যোগগুরুকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করতে হবে৷ নইলে মানহানির মামলা করা হবে৷

আরও পড়ুন: অ্যালোপ্যাথি চিকিৎসাকে ‘স্টুপিড’ বলে কটাক্ষ, বিতর্ক উঠতেই ক্ষমা চাইলেন রামদেব

- Advertisement -

শুধু মানহানি মামলার হুঁশিয়ারিও দেয়নি আইএমএ৷ তারা রাজ্যের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতকেও চিঠি লিখে রামদেবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছে৷ চিঠিতে বলা হয়েছে, বাবা রামদেব অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে দ্রুত এবং কড়া ব্যবস্থা সরকার নেবে এই আশা রাখে আইএমএ৷

উল্লেখ্য, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বাবা রামদেবের একটি ভিডিও সামনে আসে৷ সেখানে অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতির কড়া সমালোচনা শোনা যায় তাঁর মুখে৷ বাবা রামদেব অ্যালোপ্যাথিকে ‘স্টুপিড সায়েন্স’ বলে কটাক্ষ করেছিলেন৷ বলেছিলেন, ‘‘চিকিৎসা বা অক্সিজেন না পেয়ে যত মানুষ মারা গিয়েছেন তার চেয়ে অনেক বেশি মানুষ মারা গিয়েছেন অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে৷ রেমডেসিভির, ফ্যাবিফ্লু এবং ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া অনুমোদিত কোনও ওষুধ করোনা চিকিৎসায় তাদের কার্যকারিতা প্রমাণে ব্যর্থ হয়েছে৷’’

আরও পড়ুন: করোনা ঠেকাতে রামদেবের ‘ওষুধ’ করোনিলেই আস্থা বিজেপি সরকারের

রামদেবের এই মন্তব্য শুনে বেজায় চটেন চিকিৎসক মহল৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের কাছে তারা প্রতিবাদ জানান৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও বাবা রামদেবের মন্তব্যের নিন্দা করেন৷ পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন পতঞ্জলির কর্ণধার৷ কিন্তু বিতর্ক তারপরেও পিছু ছাড়েনি৷ দু’দিন আগে তিনি আবার বলেন, ‘‘এক হাজার ডাক্তার তো করোনার দ্বিতীয় ডোজ নিয়ে নিয়েছে৷ গতকালের খবরেই তা জানতে পেরেছি৷ কিন্তু যাঁরা নিজেদেরই বাঁচাতে পারে না তাঁরা কেমন ডাক্তার?’’ এর পাশাপাশি চিকিৎসকদের উদ্দেশে ২৫টি প্রশ্ন ছুঁড়ে দেন যোগগুরু৷ জানতে চেয়েছিলেন, হাইপারটেনশন, সুগার, ডায়াবেটিস, মাইগ্রেন, থাইরয়েড ইত্যাদি রোগের সম্পূর্ণ নিরাময়ে অ্যালোপ্যাথি কী করতে পারবে?