‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি : জাতীয় পতাকা কিভাবে ভাঁজ করবেন, জানাল কেন্দ্র

0
123

খাস ডেস্ক : দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের আগেই তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তেরঙ্গা উত্তোলনের জন্য। ১৩ থেকে ১৫ অগস্ট যার যার নিজের ঘরে পতাকা উত্তোলনের জন্য বার্তা দিয়েছেন মোদী।

- Advertisement -

‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা দিবসকে উদযাপনের আহ্বান দিয়েছেন তিনি। এই কর্মসূচি চলতেই কেন্দ্রীয় সরকার তেরঙ্গা উত্তোলনের নিয়মে সংশোধন এনেছে। পাশাপাশি তেরঙ্গা কিভাবে ভাঁজ করা হবে তার নিয়মের নির্দেশিকাও প্রকাশ করেছে কেন্দ্র। কিভাবে জাতীয় পতাকাকে ভাঁজ করা হবে তা ছবিসহ প্রকাশ করেছে মোদী সরকার।

নির্দেশিকায় বলা হয়েছে, অনুভূমিকভাবে রাখতে হবে পতাকাকে। তারপর গেরুয়া ও সবুজ ব্যান্ডকে মুড়ে সাদার নীচে রাখতে হবে। ব্যান্ডগুলিকে এমনভাবেই মুড়তে হবে যাতে শুধুমাত্র অশোক চক্র দেখা যায় গেরুয়া এবং সবুজের একটু অংশও যাতে দৃশ্যমান হয়। ভাঁজ করা পতাকাটি হাতের তালু বা বাহুতে করে বহন করার কথাও বলা হয়েছে।