Asia Cup আয়োজন না করেই ৬১ কোটি টাকা পাবে শ্রীলঙ্কা

0
26
entire-asia-cup-2023 will-be-shifted-from-pakistan-to-uae-or-qatar-bcci

শান্তি রায়চৌধুরী: চরম সংকটের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে শ্রীলঙ্কা। দু’দুটো টেস্ট সিরিজ ভালোভাবে সম্পন্ন করলেও এশিয়া কাপ আয়োজন করতে পারেনি শ্রীলঙ্কা। আয়োজনের কথা থাকলেও নিরাপত্তার কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্থানান্তরিত হয়েছে এশিয়া কাপ। ২৭ আগস্ট বসবে এ আসর। তবে আয়োজকের মর্যাদা পেলে কি হবে, এ টুর্নামেন্ট থেকে কিন্তু বিপুল পরিমাণ অর্থ পাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট।

জানা যাচ্ছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে শ্রীলঙ্কা পাবে ৬.৫ মিলিয়ন ডলার। ভারতীয় টাকায় যার পরিমাণটা দাঁড়াচ্ছে প্রায় ৬১ কোটি ৬৩ লাখ ৩৯ হাজার। এর মধ্যে আছে আয়োজক স্বত্ব ফি, টিকিট বিক্রি ফি ও ৬ দলের অংশগ্রহণ ফি।

- Advertisement -

আরো পড়ুন : ভারতে জায়গা নেই, ইংল্যান্ডের হয়ে মাঠে নামবে RP Singh -র ছেলে

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন সিলভা বলেছেন, ‘খুবই দুঃখের আমরা এশিয়া কাপ দেশে করতে পারলাম না। আমাদের চেষ্টার ত্রুটি ছিল না। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি এর প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। এশিয়া কাপ আয়োজন করতে পারলে দেশের অর্থনীতিতে দারুন প্রভাব ফেলত। আয় আরো বেশি হতো।’