জওয়ানদের লক্ষ্য করে ছোঁড়া হল গ্রেনেড, ফের ‘ছন্দে’ ফিরছে কাশ্মীর

0
1275

খাস খবর ডেস্ক: বছর দুই আগে কাশ্মীরের উপর থেকে সংবিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে বারবার দাবি করা হয় যে কাশ্মীরের বিশেষ মর্যাদা হারানোর পরে ক্ষমতা হারিয়েছে জঙ্গিরা। কমে গিয়েছে নাশকতামূলক ক্রিয়াকলাপ। যদিও গত কয়েকদিনে সেই দাবিকে গুরুত্বহীন করে দিয়েছে কাশ্মীর।

আরও পড়ুন- বাড়িতে চুলবুল পান্ডে নয় সলমন হয়েই থাকো, নইলে রয়েছে অশেষ দুঃখ

- Advertisement -

নিরাপত্তারক্ষীদের উপরে হামলা, এনকাউন্টার, বিপুল অস্ত্রসহ জঙ্গি গ্রেফতার এবং বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা। এই সবই ফের ঘটতে শুরু করেছে কাশ্মীরের মাটিতে। যেগুলি এক সময়ে নিত্যনৈমিত্তিক ঘটনা ছিল। গত দুই বছরে এই প্রকারের ঘটনা কিছুটা হলেও কমেছিল। যদিও সরকারের দাবি উড়িয়ে অনেকেই বলে থাকেন যে করোনার কারণে কমে গিয়েছিল জঙ্গিদের নাশকতা।

আরও পড়ুন- কেন্দ্রের নির্দেশে দিল্লিকে ডোজ দিতে অস্বীকার ভারত বায়োটেকের, বিস্ফোরক অভিযোগ সিসোদিয়ার

এই অবস্থায় বুধবার সকালে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ল জঙ্গিরা। এদিন ঘটনাটি ঘটে কাশ্মীরের সাম্বা জেলায়। ওই জেলার নাড নাকা এলাকায় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। তারপরে তড়িঘড়ি জঙ্গলের মধ্যে গা ঢাকা দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওই ঘটনায় এখনও পর্যন্ত ওই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। জঙ্গিদের খুঁজতে সমগ্র এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

মঙ্গলবার বিকেলের দিকে বিপুল পরিমাণ অস্ত্রসহ এক জঙ্গিকে গ্রেফতার করা হয়। ঘটনাটি দক্ষিণ কাশ্মীরের কুপওয়াড়া জেলার। জঙ্গিদের গতিবিধি আঁচ করতে পেরেই বিশেষ অভিযান শুরু করে পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা। সেই যৌথ অভিযানে প্রবীণ এবং প্রশিক্ষিত ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে ১০টি গ্রেনেড এবং একে-৪৭ রাইফেলের ১৮২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন- হিংসা ছড়াতে ধারাল অস্ত্র মজুত করেছিল বিজেপি, বিস্ফোরক তৃণমূল বিধায়ক

ওই দিন ভোর থেকেই এনকাউন্টারে উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর। ওই কেন্দ্রশাসিত অঞ্চলের অনন্তনাগ জেলায় শুরু হয় এনকাউন্টার। জঙ্গি অধ্যুষিত অনন্তনাগে এনকাউন্টার নতুন বিষয় নয়। যদিও করোনা আবহে সেই ছবি কিছুটা বদলে ছিল। ফের জঙ্গিদের সক্রিয়তা টের পেতেই আসরে নেমেছে বাহিনী।