মা হতে চলেছেন অভিনেত্রী বর্ণা বন্দোপাধ্যায়

0
1882

অর্পিতা দাস: বহুদিন পর টলিউডে সুখবর। টলিপাড়ার তারকা দম্পতি দেবর্ষি বন্দোপাধ্যায় ও বর্ণা বন্দোপাধ্যায়ের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। তার অপেক্ষাতেই এখন দিন গুনছেন দেবর্ষি এবং বর্ণা।

স্টার জলসার ‘চুনি পান্না’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বর্ণা। দেবর্ষিকেও নানান ধারাবাহিকে দেখেছেন দর্শকেরা। এই মুহূর্তে বর্ণাকে আর কোনও ধারাবাহিকেই দেখা যাচ্ছে না, তার কারণটা জানা গেল এতদিনে।

- Advertisement -

মা হতে চলেছেন অভিনেত্রী বর্ণা বন্দোপাধ্যায়। দেবর্ষি ও বর্ণা দুজনেই এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। যেখানে বর্ণা-কে দেখে বোঝা যাচ্ছে মা হতে আর কিছুদিন বাকি। সম্প্রতি হয়তো সাধের অনুষ্ঠান হয়ে গেল বন্দোপাধ্যায় পরিবারে।

 

হবু মা বর্ণার সাজ দেখে তেমনটাই মনে হচ্ছে। গত বছর থেকে টলিউডে একাধিক অভিনেতা-অভিনেত্রীর জীবনে এসেছে নতুন অতিথি। কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সৈরিতী, মধুবনী গোস্বামী প্রত্যেকেই জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন।

সন্তান আসার অপেক্ষা করছেন বর্ণা ও দেবর্ষি দুজনেই। কন্যা সন্তান বা পুত্র সন্তান যাই হোক, সুস্থভাবে যেন এই পৃথিবীর আলো দেখে তাঁদের সন্তান, এটুকুই প্রার্থনা করছেন বলিউডের তারকা-দম্পতি দেবর্ষি বন্দোপাধ্যায় ও বর্ণা বন্দ্যোপাধ্যায়।