বাড়িতে চুলবুল পান্ডে নয় সলমন হয়েই থাকো, নইলে রয়েছে অশেষ দুঃখ

0
509

মুম্বই: সিনে ইন্ডাস্ট্রিতে তিনি রয়েছেন প্রায় দীর্ঘ দিন ধরে। নানাধরনের চরিত্রে অভিনয় করেছেন বলিউডের প্রথম সারির অভিনেতা সলমন খান। অতীতে তাঁর করা এই সমস্ত চরিত্রের মধ্যে পুলিশ হিসেবে ‘চুলবুল পান্ডে’ নামের এই চরিত্রটি অনুরাগীদের বেশ পছন্দ হয়েছিল। সল্লু মিয়াঁর ভক্তরাও তাঁদের এই হিরোকে ফলো করতে শুরু করেন তারপর থেকে। এবার সেই চরিত্র সম্পর্কেই এক অজানা তথ্য জানালেন ভাইজান।

তিনি বলেন,”যদি আমি বাড়িতে ওই রকম ব্যবহার করি, তাহলে মা-বাবা তো আমাকে ধরে খুব মারবে।” ২০১০ সালে প্রথম চুলবুল পান্ডের ভূমিকায় দেখা যায় সলমনকে। পরে একটি সিক্যুয়েলে দেখা যায় অভিনেতাকে। আবার ২০১৯ সালে মুক্তি পায় ‘দাবাং ৩’।

- Advertisement -

সম্প্রতি সলমনকে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমায় দেখা যাবে। এই ছবিতেও প্রায় একই ধরনের চরিত্রে দেখা মিলবে এই অভিনেতার। অভিনেতা জানিয়েছেন, বড় হওয়ার সঙ্গে সঙ্গে পর্দায় যেসব হিরোদের তিনি দেখতে পেতেন, তাঁদের মতনই হতে চেয়েছিলেন তিনি।

সদ্য এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গেই নানা কথা সলমন সকলের সঙ্গে ভাগ করে নেন। ভাইজান বলেন, ”আমি যখনই একটি ছবি দেখি তখনই আমার মনে হয় যদি আমি এই রকম হতে পারতাম। ওইসব চরিত্রগুলি আমাকে দারুণ অনুপ্রেরণা দেয়, অভিভূত করে। আমার মনে হয়, শুটিং থেকে বা সিনেমা দেখার পর বাড়ি ফিরে যেন আমি সেই একই চরিত্রের মানুষ হই। এমনকি অ্যাকশন ছবির চরিত্রগুলির মতো হওয়ার চেষ্টাও করি আমি”।

এই সব চরিত্রের উদাহরণ হিসেবে তিনি ‘দাবাং’-এর কথাই বলেছেন। সঙ্গে এও জানিয়েছেন যে বাড়িতে ওই রকম ব্যবহার আমি করতে পারব না। এমনকি ‘রাধে’ চরিত্রর মতন ব্যবহারও করা যাবে না। আমি বাবা-মায়ের সামনে চুলবুল পান্ডের মতো হাঁটতে পারব না।

তাহলে আমার বাবা আমাকে ধরে মারবে। মা তো আবার এত বড় হয়েও সকলের সামনে চড় মারবে। এরকম করলে আমার ভাই-বোনেদের অস্বস্তি অনুভব হবে। তাই বাড়িতে আমাকে ছেলে এবং ভাইয়ের মতোই ব্যবহার করতে হবে।

অভিনেতা জানিয়েছেন, হিরোইনদের সঙ্গে ফ্লার্টিং এবং রোম্যান্সের গল্পও বাড়িতে নিয়ে প্রবেশ করতে পারবেন না। অ্যাকশনের সিকোয়েন্স, ৫০-৬০ জনকে একসঙ্গে মারছেন এসব কিছুই বাড়িতে তাঁর চলবে না। তিনি জানেন কতটুকু তাঁকে বাড়িতে নিয়ে ফিরতে হবে। তাই তিনি সেখানে তাঁর মধ্যে একটু ভালো নিয়েই ফেরার চেষ্টা করেন।