প্রবল বৃষ্টিতে ভূমিধস, বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত একই পরিবারের ৫ জন

0
34

তিরুবনন্তপুরম : নিম্নচাপের সঙ্গেই প্রবল বৃষ্টির জেরে দেশের একাধিক রাজ্যে বন্যার সৃষ্টি হয়েছে। প্লাবিত হয়েছে বহু গ্রাম । জলের নীচে চলে গিয়েছে একরের পর একর কৃষি জমি। প্রবল বৃষ্টির কারণে রাজ্যের একাধিক জায়গাতে ধস নেমেছে সেই সঙ্গেই ভেঙে পড়েছে বহু বাড়িও। কেরলেই এবার ভারী বৃষ্টিপাতের জেরে বাড়ির দেওয়াল ভেঙে পড়ার কারণে মৃত্যু হয়েছে একই পরিবাররে পাঁচ জনের।

কেরালার ইদুক্কি জেলার থুদুপুঝার কাছে কোডিয়াথুরে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে তাদের বাড়ি সম্পূর্ণ লুপ্ত হয়ে গিয়েছে। ভেসে গিয়েছে বাড়ির দেওয়াল। রাতের বেলায় ঘটনা ঘটায় বিষয়টি কেউই আঁচ করতে পারেনি। প্রবল বৃষ্টিতে বাড়ি ভেসে যাওয়ার পরে সোমবার সকালে একটি নাবালক ছেলে সহ একক পরিবারের পাঁচজন নিহতের দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ নিহতদের পরিচয় জানিয়েছে। নিহতরা হলেন সোমন, তার স্ত্রী শিজা, ছেলে দেবানন্দ ও মেয়ে শিমা। সোমেনের মা ৭৪ বছর বয়সী থানকাম্মা। ভূমিধসের ফলে যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছিল তার নিচে আটকে থাকা সমস্ত মৃতদেহ পাওয়া পাওয়া গিয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করতে জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, দমকল বাহিনী এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF) এর সম্মিলিত চেষ্টায় পাঁচ ঘণ্টা সময় লেগেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য থুদুপুজা তালুক হাসপাতালে পাঠানো হয়েছে।  গতকাল রাত থেকে ইদুক্কির হাই রেঞ্জ এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।থুডুপুঝা এলাকায় বর্তমান জলবায়ু পরিস্থিতি বিবেচনা করে ৫২ টিরও বেশি পরিবারকে স্থানান্তরিত করা হয়েছে।

- Advertisement -

আরও পড়ুন- ‘প্রধানমন্ত্রী মানবতার নিদর্শন রেখেছেন’ কংগ্রেস ত্যাগী আজাদের মন্তব্যে শুরু বিজেপি যোগের চর্চা

ভারি বর্ষণের ফলে কোট্টায়ম এবং পাথানামথিট্টা জেলার বেশ কয়েকটি এলাকায় বন্যা দেখা দিয়েছে। আবহাওয়া দফতর কোট্টায়ম থেকে কাসারাগোড পর্যন্ত হলুদ সতর্কতা জারি করেছে। রাজ্যের পাহাড়ি অঞ্চলে মাঝারি ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই মাসের শুরুতেও ইদুক্কির অনেক জায়গায় ভূমিধসের খবর পাওয়া গিয়েছে। সেই কারণেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলকে ইদুক্কি জেলায় যে কোনো ধরণের জরুরি পরিস্থিতিতে মোতায়েন করা হয়েছে। কেরালার মুখ্যমন্ত্রী মৃতদের আত্মীয়দের জন্য ৫ লাখ টাকা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে মৃতের পরিবারের প্রত্যেককে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। রাজ্য জুড়ে বৃষ্টি ও ভূমিধস নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।