বাজি তৈরির কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ, মৃত ৩

0
24
Explosion

খাস ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণ। তীব্র আতঙ্কে এলাকাবাসী। একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে (Explosion) প্রাণ গেল প্রায় ৩ জন শ্রমিকের, আহত ১, আরও একজনের এখনও পর্যন্ত হদিশ পাওয়া যায়নি। অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার তাডেপাল্লিগুদেম মন্ডলের কাদিয়াড়া গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ কাজ শেষ করে বাড়ি যান প্রায় ৮ জন শ্রমিক। বাকি কয়েকজন রাত ৮ টা নাগাদ রাতের খাবার খেতে বাইরে গিয়েছিলেন। ওইসময় সম্ভবত কোনোভাবে বাজিতে আগুন ধরে যায়, বলে ধারণা করছে পুলিশ। এরপরেই বিস্ফোরণের আকার ধারণ করে জতুগৃহ। পশ্চিম গোদাবরী জেলার পুলিশ সুপার রবি প্রকাশ বলেন, “কর্মীরা খেতে যাওয়ার জন্য কারখানার বাইরে যাওয়ার পর সম্ভবত সেখানে আগুন লাগে”।

আরও পড়ুন- অনুব্রত-কন্যার আরও ১টি লটারি প্রাপ্তির হদিশ পেল CBI

- Advertisement -

রাত ৮ টা থেকে ৮ টা ২০ মিনিট নাগাদ বিস্ফোরণ ঘটে বলে অনুমান করছেন রবি প্রকাশ। ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি ঘটনায় শোকপ্রকাশ করেছেন। দুর্ঘটগ্রস্তদের ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। সেইসঙ্গে আহতদের যেন যথাযথ চিকিৎসা হয়, সেইদিকে আধিকারিকদের নজর রাখতে বলেছেন তিনি। পাশাপাশি, যে এলাকায় বিস্ফোরণটি ঘটেছে সেখানকার সুরক্ষার দিকটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন আধিকারিকদের।

আরও পড়ুন- বাস উল্টে মৃত ১, আহত ১৬ পরিযায়ী শ্রমিক

উল্লেখ্য, বৃহস্পতিবারই তামিলনাড়ুর মাদুরাই জেলায় একটি বাই তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনায় পাঁচজন শ্রমিক প্রাণ হারান। ১৩ জন বিস্ফোরণের (Explosion) কারণে গুরুতর আহত হয় প্রচণ্ড বিস্ফোরণের পর আতশবাজির কারখানাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সূত্রের খবর অনুযায়ী, মাদুরাই জেলার উসিলামপট্টির কাছে আজাগুসিরাই গ্রামে আতশবাজি কারখানায় ব্যাপক বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছায়। জানা গিয়েছে যাদের মৃত্যু হয়েছে তাঁরা বিস্ফোরণের সময়ে কারখানার ভিতরে কাজ করছিলেন। আতশবাজি তৈরির কারখানায় এমনিতেই বিপদজনক জায়গা। একটু এদিক ওদিক হলেই দুর্ঘটনার প্রবল সম্ভাবনা থাকে। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে। ঘটনাস্থলে হাজির হয় দমকল বাহিনী কিন্তু তক্ষক্ষণে প্রাণহানী ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে বলেই জানানো হয়েছিল। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল।