কোভিড বিধি না মানায় একদিনে ৬৭২ জন যাত্রীকে জরিমানা মেট্রো কর্তৃপক্ষের

0
118

নয়াদিল্লি: যত দিন যাচ্ছে দেশের করোনা পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত নাজেহাল গোটা দেশ। রাজধানী দিল্লিতেও ক্রমেই ছড়াচ্ছে সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে কেজরিওয়াল সরকার। মাস্ক না পরলে ধড়পাকড়ও চলছে। কোভিড বিধি না মানায় বুধবার ৬৭২ জনকে জরিমানা করেছে মেট্রো কর্তৃপক্ষ।

দিল্লি মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শারীরিক দূরত্ববিধি ও মাস্ক না পরার জন্য ফ্লাইং স্কোয়াড ৬৭২ জন যাত্রীকে জরিমানা করেছে৷ পাশাপাশি সকল যাত্রীদের কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেন মেট্রোর আধিকারিকরা৷ সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য এক শ্রেণির মানুষের উদাসীনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা৷ নিয়মিত সচেতনতার প্রচার চালানোর পাশাপাশি তাই জোরদার অভিযানও চালানো হচ্ছে।

- Advertisement -

দিল্লিতে মেট্রোয় চড়ার আগে প্রত্যেক যাত্রীর মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক৷ স্টেশনে ঢোকার সময় যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে৷ তারপর হাতে স্যানিটাইজার দিয়ে তারপর স্টেশনে ঢুকতে পাচ্ছেন যাত্রীরা৷ যাত্রার সময়ও মুখে মাস্ক পরতে হবে৷ কিন্তু দেখা যাচ্ছে অনেকেই ট্রেনে ওঠার পর মাস্ক খুলে দিচ্ছেন৷ শারীরিক দূরত্ববিধিও মানছেন না৷ সেই কারণে অবাধ্য যাত্রীদের বাগে আনতে জরিমানা ব্যবস্থা চালু করেছে দিল্লি মেট্রো৷

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ২৭ হাজার। গত আটমাসে এদিনই সংক্রমণ সর্বোচ্চ। গত চারদিনের মধ্যে তিনদিন দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা লক্ষাধিক। এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৬৮৫ জনের। দৈনিক সুস্থতার তুলনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি৷ ফলে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যমন্ত্রকের৷

স্বাস্থ্য মন্ত্রকের বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৭৮৯৷ তার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ২৯ লক্ষ ২৮ হাজার ৫৭৪। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮৫ জনের৷ করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৬৬ হাজার ৮৬২ জন৷ এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৯,১০,৩১৯টি৷