করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু বাংলাদেশে

0
66
প্রতিকি ছবি

খাসখবর ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই দেশে বৃহস্পতিবার করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু৷ স্বাস্থ্য অধি দফতরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক জানান, যারা টিকা নেবেন তাদের কাছে এসএমএস যাওয়া শুরু হয়েছে৷ ৭ ও ৮ ফেব্রুয়ারির পাশাপাশি এর আগে ২৬ ও ২৭ জানুয়ারির যারা পরীক্ষামূলক টিকা নিয়েছিলেন, তাদেরও অনেকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তবে কেউ কোনও কারণে এসএমএস না পেলে কেন্দ্রে গিয়ে টিকা দিতে পারবেন৷

এবিষয়ে শামসুল হক বলেন, “প্রথম ডোজের জন্য যারা নিবন্ধন করেছেন। তাদের অনেকেই বিভিন্ন কারণে টিকা নিতে পারেননি৷ তারা যদি টিকা নিতে চান, তাহলে আমরা তাদের টিকা দিয়ে দেব৷ প্রথম ডোজ দেওয়া বন্ধ হবে কিনা এ বিষয়ে কোনও নির্দেশনা না আসা পর্যন্ত প্রথম ডোজ টিকাও দেওয়া চলতে থাকবে৷”

- Advertisement -

আরও পড়ুন-কোভিড বিধি না মানায় একদিনে ৬৭২ জন যাত্রীকে জরিমানা মেট্রো কর্তৃপক্ষের

প্রসঙ্গত, বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দেওয়া হচ্ছে। এই টিকার দুটি ডোজ নিতে হয়৷ গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান শুরু হয়। তার পর থেকে এখন পর্যন্ত ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। তাদেরই এখন দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হল৷ ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত এই টিকার দুটি ডোজ দুই মাসের ব্যবধানে দেওয়া হচ্ছে বাংলাদেশে৷

উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা কিনতে গত ৫ নভেম্বর বাংলাদেশ চুক্তি করে৷ জানুয়ারিতে ৫০ লাখ ডোজ বাংলাদেশে আসে। এরপর বিপুল চাহিদা আর বিশ্বজুড়ে টিকার সরবরাহ সঙ্কটের মধ্যে ফেব্রুয়ারিতে বাংলাদেশ ২০ লাখ ডোজ পায়৷ এছাড়াও ভারত সরকারের উপহার হিসেবেও ৩২ লাখ ডোজ টিকা পায় বাংলাদেশ৷ এখনও পর্যন্ত মোট টিকা এক কোটি দুই লাখ ডোজ এসেছে বাংলাদেশে।