করোনায় আশার আলো, একদিনে সুস্থ হলেন ৩ লক্ষ ৩১ হাজার মানুষ

0
350

নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। যত দিন যাচ্ছে দেশে করোনা সংক্রমণ ততই লাগামছাড়া হয়ে উঠছে। তবে নিত্যদিন সুস্থও হচ্ছেন বহু মানুষ। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৩১ হাজার ৫০৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৭৬ লক্ষ ১২ হাজার ৩৫১ জন। গত ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১৪ হাজারেরও বেশি মানুষ।

স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের তথ্য অনুযায়ী, একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪,১৪,১৮৮ জন৷ তার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ১৪ লক্ষ ৯১ হাজার ৫৯৮। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩,৯১৫ জনের৷ করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ৮৩ জন৷ এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩৬,৪৫,১৬৪টি৷

- Advertisement -

দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩,৩১,৫০৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৭৬ লক্ষ ১২ হাজার ৩৫১ জন। ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ মানুষের সংখ্যা অনেকটাই কম৷ দেশে এখন চিকিৎসাধীন রয়েছেন ৩৬ লক্ষ ৪৫ হাজার ১৬৪ জন। এখনও পর্যন্ত দেশে মোট ১৬ কোটি ৪৯ লক্ষ ৭৩ হাজার ৫৮ জনের টিকাকরণ হয়েছে।

দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ শুরুতে ৮-৯ রাজ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু গত কয়েক সপ্তাহে আরও কয়েকটি রাজ্যে বেড়েছে সংক্রমণ। ১৮-১৯টি রাজ্যে এখন উল্লেখযোগ্য সংক্রমণ হচ্ছে৷ মহারাষ্ট্র সবার শীর্ষে৷ তারপর রয়েছে দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, কেরল৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক রাজ্য নাইট কার্ফু-লকাডাউনের পথে হেঁটেছে৷

লাফিয়ে সংক্রমণ বাড়ছে সদ্য বিধানসভা নির্বাচন সমাপ্ত হওয়া পশ্চিমবঙ্গে৷ রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮,৪৩১ জন৷ শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১৭ জনের৷ পশ্চিমবঙ্গে মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৯৬৪ জন৷ মোট আক্রান্ত ৯ লক্ষ ৩৫ হাজার ৬৬ জন৷ এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮ লক্ষ ৩২৮ জন৷ তার ফলে এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৭৭৪৷