জগদ্দলে আক্রান্ত বুথ সভাপতির বাড়িতে বিজেপির প্রতিনিধি দল

0
111

ব্যারাকপুর: বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ঘুরে যাওয়ার একদিন পর জগদ্দল বিধানসভায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে গেলেন বিজেপির রাজ্য ও সাংগঠনিক জেলার একাধিক নেতা -নেত্রীরা। নির্বাচনে ফল প্রকাশের পর জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের ১৭১ নম্বর বুথের বিজেপি সভাপতি কমল মণ্ডলের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে।

সেই ঘটনায় দুষ্কৃতীদের হাতে মার খেয়ে মৃত্যু হয় কমল মণ্ডলের বৃদ্ধা মা শোভারানী মণ্ডলের। বুধবার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে বিজেপি কর্মীর জগদ্দলের বাড়িতে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি ওইদিন ওই বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলে সর্বদা পরিবারের পাশে থাকার কথা বলেন। এরপর বৃহস্পতিবার ফের সেই পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির রাজ্য ও সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ব।

- Advertisement -

এদিন রাজ্য নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদিকা ফাল্গুনী পাত্র, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার আহ্বায়ক প্রবাল রাহা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং ফাল্গুনী পাত্র জানান, তাঁরা এই পরিবারের পাশে রয়েছেন। মুখ্যমন্ত্রীর ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রসঙ্গে তাঁদের বক্তব্য, টাকা তো সব নয়। ওনার নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত।