গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১,৩৩৪, কি বলছে রিপোর্ট

0
29
Corona

নয়াদিল্লি : আগে প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১,৯৯৪। তবে গত ২৪ ঘন্টার রিপোর্ট দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভারত। সোমবারের তথ্য অনুসারে, একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়ে হয়েছে ১,৩৩৪। স্বাস্থ্যমন্ত্রক থেকে জানানো হয়েছে, গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১,৫৫৭ জন। অতএব করোনা থেকে সুস্থ হওয়ার হার দাঁড়িয়েছে ৯৮.৭৬ শতাংশে। কোভিড ১৯ থেকে মোট সেরে ওঠার সংখ্যা দাঁড়িয়েছে ৪,৪০,৯১,৯০৬।

এই মহামারীর পর থেকেই মন্ত্রক থেকে প্রত্যহ মোট ৯০.০১ কোটি টেস্ট করানো হয়েছে। শেষ ২৪ ঘন্টায় মোট ৮৭,৯০৫ জনের টেস্ট করা হয়েছে। এছড়াও সারা দেশের ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় ২১৯.৫৬ কোটি ভ্যাকসিন ডোজ, ৯৫ কোটি দ্বিতীয় ডোজ এবং ২২.০৩ কোটি প্রিকশান ডোজ দেওয়া হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘন্টায় ৪২,৮৬৪ ডোজ দেওয়া হয়েছে। সোমবার সকাল ৭ টা পর্যন্ত মোট ২১৯.৫৬ কোটির বেশি ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে, এমনটাই বলছে রিপোর্ট।

- Advertisement -

বর্তমানে সারা দেশে আক্রান্তের সংখ্যা ২৩,১৯৩। অর্থাৎ সারা দেশের ০.০৫ শতাংশ করোনায় আক্রান্ত। প্রতিদিন আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.৫২ শতাংশ এবং সপ্তাহে করোনায় আক্রান্তের হার ০.৯৫ শতাংশ।