আপনার জন্ম দেওয়া সন্তানদের লেখাপড়ার খরচ কেন সরকার দেবে, মহিলাদের প্রশ্ন বিধায়কের

0
311

লখনউ: বাবা-মা সন্তানের জন্ম দেবে। আর সেই সন্তানকে মানুষ করে তোলার সম্পূর্ণ দায় জন্ম দেওয়া বাবা-মায়ের। সরকার কোনও উপায়েই সেই দায় নিতে পারে না। খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক। যা নিয়ে প্রত্যাশিতভাবেই শুরু হল বিতর্ক।

আরও পড়ুন- বেসরকারি চাকরিতে স্থানীয়দের জন্য ৭৫ শতাংশ সংরক্ষণ বিলে সই রাজ্যপালের

- Advertisement -

ঘটনাটি বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের। ওই রাজ্যের আউরিয়া কেন্দ্রের বিধায়ক রমেশ দিবাকর এই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন। চলতি সপ্তাহে নিজের নির্বাচনী কেন্দ্রে সাধারণ জনসংযোগ বাড়াতে মানুষের সঙ্গে কথা বলেন বিধায়ক রমেশ। সেই সময়েই ওই বিতর্কিত মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন- ‘বিজেপিকে খুশি করতে এসব বলছেন’, আব্বাসের পাশে দাঁড়িয়ে আনন্দ শর্মাকে বিঁধলেন অধীর

লকডাউনে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছিলেন। সেই কারণে ছেলেমেয়েদের স্কুলের ‘ফি’ দেওয়া অনেক পরিবারের পক্ষে সম্ভব হয়নি। সেই কারণে বিধায়কের কাছে সেই ‘ফি’ মুকুব করে দেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। এই ‘ফি’ মুকুবের দাবি করা সকলেই ছিলেন মহিলা। এই দাবি শুনে বিধায়ক রমেশ বলেন, “আপনারা সন্তানের জন্ম দেবেন আর তাদের লেখাপড়ার খরচ আমরা দেব!”

আরও পড়ুন- বিশ্বের সেরা দশ ধনকুবেরর তালিকায় ফের মুকেশ আম্বানি, শীর্ষে এলন মাস্ক

মহিলা পরিবেষ্টির অবস্থায় ওই মন্তব্য করে যে ভুল করে ফেলেছেন তা বুঝতে খুব বেশি সময় লাগেনি রাজনীতিবিদ রমেশের। পরক্ষণেই তিনি আবার বলেন, “সমস্যা থাকলে আপনারা আপনাদের সন্তানদের সরকারি স্কুলে পাঠাচ্ছেন না কেন? সেখানে তো কোনও প্রকার ফি নেওয়া হয় না।”

দলীয় বিধায়কের মুখে বিতর্কিত মন্তব্যের দায় নিতে চায়নি বিজেপি। ওই রাজ্যের বিজেপি মুখপাত্র সমীর সিং বলেছেন, “বিষয়টি সম্পর্কে কিছুই আমার জানা নেই। রাজ্য নেতৃত্বও কিছু জানে না। মহিলাদের অপমান করার কোনও অধিকার কারও নেই।” সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “বিজেপি সকলকে সমান চখে দেখে, সকলকে সমানভাবে সম্মান করে। কোনও অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে।”

আরও পড়ুন- সন্ত্রাস দমনে সাফল্য, রাজধানীতে গ্রেফতার ‘আনসার আল ইসলাম’-র চার জঙ্গি

স্বাভাবিকভাবেই এই নিয়ে বিজেপিকে আক্রমণ করতে ছাড়েনি সমাজবাদী পার্টি। সাইকেল শিবিরের মুখপাত্র রাজেন্দ্র চৈধুরী বলেছেন, “বিজেপি বিধায়কের মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “এটাই বিজেপির প্রকৃত চরিত্র। বিজেপি কখনও কাউকে সাহায্য করে না, মহিলাদের অসম্মান করে।”