বেসরকারি চাকরিতে স্থানীয়দের জন্য ৭৫ শতাংশ সংরক্ষণ বিলে সই রাজ্যপালের

0
182

চন্ডীগড়: প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে কর্মসংরক্ষণে নয়া বিল আনবেন৷ সেই প্রতিশ্রুতি পালন করলেন হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালা৷ গত বছর এই সংক্রান্ত একটি বিল পাশ করে হরিয়ানার বিজেপি সরকার৷ মঙ্গলবার সেই বিলে সই করেন রাজ্যপাল৷ এর ফলে বেসরকারি ক্ষেত্রে স্থানীয়দের জন্য ৭৫ শতাংশ আসন সংরক্ষণ সুনিশ্চিত হল৷

এ প্রসঙ্গে জননায়ক জনতা পার্টির নেতা চৌতালা বলেন, ‘‘আজ রাজ্যের কমবয়সীদের জন্য আনন্দের দিন৷ বেসরকারি ক্ষেত্রে তাঁদের জন্য ৭৫ শতাংশ আসন সংরক্ষণ সম্পূর্ণ হল৷ এখন থেকে যে কোনও কোম্পানি, সংস্থা, সোসাইটি এবং ট্রাস্টে স্থানীয়রাই আগে অগ্রাধিকার পাবেন৷’’

- Advertisement -

গতবার বিধানসভা ভোটের আগে বেসরকারি চাকরিতে সংরক্ষণের প্রতিশ্রুতি রাজ্যবাসীকে দিয়েছিলেন চৌতালা৷ বলেছিলেন, ক্ষমতায় এলে স্থানীয়দের জন্য বেসরকারি কোম্পানিতে ৭৫ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করবেন৷ ওই প্রতিশ্রুতি চৌতালাকে ১০টি আসন পেতে সাহায্য করে৷ তারপর বিজেপির সঙ্গে সমঝোতা করে তিনি সরকার গঠন করেন৷ গত বছর বিধানসভাতেই এই বিল পাশ হয়ে গিয়েছিল৷

বেসরকারি ক্ষেত্রে স্থানীয়দের চাকরির প্রতিশ্রুতি নতুন নয়৷ এর আগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি বেসরকারি চাকুকিতে স্থানীয়দের অগ্রাধিকার প্রতিষ্ঠায় ৭৫ শতাংশ সংরক্ষণের বিল পাশ করেন৷ সেই সময় প্রশ্ন ওঠে, যদি উপযুক্ত প্রশিক্ষিত এবং স্থানীয় কর্মী না পাওয়া যায় সেক্ষেত্রে কী হবে? উত্তরে বলা হয়, এক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানকে কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে হবে৷