মানসিক অবসাদের জেরে আত্মঘাতী গৃহবধূ

0
283

নিজস্ব সংবাদদাতা, তমলুক: এক মাস জমে মানুষে টানাটানি পর অবশেষে হার মানলেন এক গৃহবধূ। কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল গৃহবধূর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম ৩৯ বছর বয়সী আরতী শীট। সে রামনগর থানার মইতানা গ্রামের বাসিন্দা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে কাঁথি হাসপাতালে ময়না তদন্তে পাঠিয়েছে।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জানুয়ারী বাড়িতে কেরোসিন তেল গায়ে ঢেলে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। পরে অগ্নিদদ্ধ অবস্থায় গৃহবধুকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে ভরতি করেন স্থানীয়রা। শরীরের প্রায় অধিকাংশ পুড়ে যায় তাঁর। এরপর এক মাস হাসপাতালে ভরতি থাকার পর সোমবার গভীর রাতে হাসপাতালে মৃত্যু হয় ওই গৃহবধূর। এই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান যে, ওই গৃহবধূ মানসিক অবসাদের কারণে আত্মঘাতী হয়েছেন।

যদিও মৃত গৃহবধূর পরিবারের সদস্যদের দাবি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এই কারণে বাড়িতে থাকা কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেন তিনি। এরপর উদ্ধার করে কাঁথি হাসপাতালে ভরতি করা হয় ওই গৃহবধূকে।

এবিষয়ে কাঁথি থানার এক পুলিশ আধিকারিক বলেন, “মৃতার বাপের বাড়ি থেকে এখনও পর্ষন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পুরো ঘটনাটির তদন্ত করে দেখা হচ্ছে।”