শহরের মেট্রোয় মহিলাদের ‘মাথার উপর’ কন্ডোমের বিজ্ঞাপন ঘিরে ‘নানা মুনির নানা মত

0
41

নয়া দিল্লি: মেট্রোয় মহিলাদের জন্য সংরক্ষিত আসনের ঠিক উপরেই কন্ডোমের বিজ্ঞাপন। এনিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়। এই বিতর্কিত ছবি ধরা পড়েছে দিল্লির এক মেট্রোয়।

আরও পড়ুন: Bhotbhoti : আমার কাছে এলেই আমি ওকে আমার কটা হল ছেড়ে দিতাম, ‘ভটভটি’ প্রসঙ্গে Raj

- Advertisement -

সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মেট্রোর একটি কোচে কন্ডোমের বিজ্ঞাপন। ছবিতে যুগলকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। তবে এই বিজ্ঞাপনটি মহিলা আসনের উপরেই কেন? এনিয়েই বিতর্কের শুরু।

এই বিজ্ঞাপন ঘিরেই সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে ‘নানা মুনির নানা মত’ কাণ্ড। কেউ বিপক্ষে লিখেছেন, ‘এই ধরণের ছবি মেট্রোর নিত্যযাত্রীদের জন্য বেশ বিব্রতকর। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। কেউ আবার পক্ষে লিখেছেন, এতে ভুল কি আছে! আজকাল তো বাড়ির টিভিতে কন্ডোমের কয়েক মিনিটের বিজ্ঞাপন দেখানো হয়। কেউ আবার এই বিষয়টিকে সামাজিক সচেতনতা হিসেবে মনে করছেন।

এই ঘটনায় দায়িত্ববোধের দিকে আঙুল তুলে প্রশ্ন করা হয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনকেও (DMRC)। একজন ইউজার লিখেছেন, কেবল টাকা উপার্জনের জন্য এই ধরণের বিজ্ঞাপন মেট্রোয় থাকবে কেন? সমাজের প্রতি কি একটা দায়িত্ব থাকে না কর্তৃপক্ষের? দিল্লি মেট্রোর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এর রিপ্লাইও করা হয়েছে।