Gita: এবার থেকে স্কুলের পাঠ্যে থাকবে গীতা, জীবন গঠনে ‘শ্লোক’ পাঠ শেখানোর অভিনব নির্দেশ মুখ্যমন্ত্রীর

0
292

চণ্ডীগড়: এবার থেকে স্কুলে পড়ানো হবে গীতা। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর শনিবার বলেছেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে, রাজ্য জুড়ে স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের ভগবদ গীতার ‘শ্লোক’ পাঠ করতে শেখানো হবে। এই অভিনব উদ্যোগ সামনে আসতেই বয়ে গিয়েছে প্রসংশার ঝড়।

কুরুক্ষেত্রে চলমান আন্তর্জাতিক গীতা মহোৎসবে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন। একটি সরকারী বিবৃতিতেই আগামী শিক্ষাবর্ষ থেকে, রাজ্য জুড়ে স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের ভগবদ গীতার ‘শ্লোক’ পাঠ করতে শেখানো কথা বলা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লাও। আন্তর্জাতিক গীতা উত্সবে গীতা জ্ঞান সংস্থাম এবং কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারে ভাষণ দিতে গিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, গীতা সম্পর্কিত বইগুলি পঞ্চম এবং সপ্তম শ্রেণীতে পাঠ্যক্রমের অংশ হয়ে উঠবে।

- Advertisement -

মুখ্যমন্ত্রীর কথায়, যুবকদের তাদের জীবনে গীতার সারমর্মকে আত্মস্থ করা উচিত কারণ পবিত্র গ্রন্থের বার্তাটি কেবল অর্জুনের জন্য নয়, আমাদের সকলের জন্য দেওয়া হয়েছিল। এখানেই শেষ নয় খট্টর শনিবার বার্ষিক আন্তর্জাতিক গীতা মহোৎসবের সীমা বাড়ানোর জন্যও বলেছেন। জানিয়েছেন, আগামী বছর থেকে একটি গীতা জয়ন্তী কমিটি গঠন করা হবে। তিনি বলেছেন, ২০৫ কোটি টাকা ব্যয়ে জ্যোতিসার ‘গীতাস্থলী’-তে দুই একর জমিতে একটি মহাভারত-থিমযুক্ত যাদুঘর তৈরি করা হচ্ছে। এই ভবনে শ্রীমদ ভগবদ্গীতা, পৌরাণিক সরস্বতী নদী এবং বৈদিক সভ্যতাকে, মাল্টিমিডিয়া সিস্টেমের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে।

একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, রামলীলার আদলে আগামী বছর থেকে আন্তর্জাতিক গীতা মহোৎসবের সময়ও কৃষ্ণ উৎসবের আয়োজন করা হবে।প্রায় ছয় দিনব্যাপী এই উৎসবে ভগবান কৃষ্ণের জীবন সম্পর্কিত বিভিন্ন ঘটনা ছকের মাধ্যমে তুলে ধরা হবে, পাশাপাশি লাইট অ্যান্ড সাউন্ড শোও থাকবে।