‘রাজীব গান্ধীর সময় থেকেই ভারতের এলাকা দখল করছে চিন’, বিস্ফোরক বিজেপি সাংসদ

0
309

নয়াদিল্লি: অরুনাচলপ্রদেশে চিন গোটা একটা গ্রাম তৈরি করে ফেলেছে এরমাঝেই বিজেপি সাংসদ তাপির গাও চিনের ভারতীয় ভূখণ্ডে দখলদারি চালানোর জন্য কংগ্রেসকে দায়ী করেছেন। তাঁর মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

তিনি জানিয়েছেন, “১৯৮০-র সময় থেকে চিন অরুনাচল দখলে”। সংবাদসংস্থা এএনআইয়ের মুখোমুখি হয়ে তিনি জানান, “৮০ সালের শুরু থেকেই চিন রাস্তা তৈরি করছে। ওরা লংজু থেকে মাজা পর্যন্ত রাস্তা নির্মাণ করে করেছে। রাজীব গান্ধীর শাসনকালে তাওয়াংয়ের সামডোরং ছু ভ্যালি দখল করেছে চিন”।

- Advertisement -

এছাড়াও অরুনাচলের বিজেপি সাংসদ দাবি করেছেন, “সেনাপ্রধান একটি অপারেশন করতে চাইলেও রাজীব গান্ধী চিন সেনাকে পিছু হটাতে অনুমতি দেননি”।

আরও বলেন, “অরুনাচলের অংশ চিন দখল করে নিজেদের প্রয়োজনমত নির্মাণকাজ চালাচ্ছে এটা কোনও নতুন ঘটনা নয়। চিন ইতিমধ্যেই মিলিটারি বেস তৈরি করেছে বিসা এবং মাজার মধ্যবর্তী জায়গায় যা ভারতেরই অংশ”।

সীমান্ত লাগোয়া ৩-৪ কিলোমিটার এলাকা নিয়ে কংগ্রেস কোনও সিদ্ধান্ত নেয়নি তাই চিন খুব সহজেই তাঁদের সাম্রাজ্য বিস্তার করেছে বলেও দাবি করেছেন অরুনাচলপ্রদেশের এই বিজেপি সাংসদ।