হলদিয়ায় আক্রান্ত বিজেপি, অভিযুক্ত তৃণমূল

0
189

নিজস্ব সংবাদদাতা, তমলুক: রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সভার পর দফায় দফায় আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি দলীয় পাটি অফিস ভাঙচুর ও লুটপাঠের ঘটনার কমশ্র বাড়ছে। সোমবার রাতে শিল্পনগরী হলদিয়া নগর মণ্ডল সভাপতি উপর হামলার অভিযোগ উঠল তৃনমূল আশ্রিত দৃস্কৃতীদের বিরুদ্ধে।

এই প্রসঙ্গে বিজেপি অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ার সোমবার রাতে নগর মণ্ডলের বিজেপির সভাপতি কার্তিক চন্দ্র দাসের উপর তৃণমূলের জেলা যুব সহ সভাপতি আজগর আলীর নেতৃত্বে একদল দুষ্কৃতীরা হামলা চালায়। এরপর রক্তাক্ত জখম বিজেপি কর্মী কার্তিক চন্দ্র দাসকে উদ্ধার করে হলদিয়া হাসপাতালে ভরতি করা হয়।

- Advertisement -

জানা গিয়েছে, এই ঘটনার জানতে পেরে ঘটনার স্থলে হাজির হয় বিজেপি নেতৃত্বরা। রাজনৈতিক তরজা শুরু হয়েছে ওই এলাকায়। হলদিয়া বিজেপি নেতা বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সভার পরই বিজেপি কর্মী সর্মথকদের হামলা চালাচ্ছে তৃণমূল। পুলিশকে জানিয়েছে কোন ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহতর আন্দোলনে নামবো আমরা”।

যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্বরা। হলদিয়া তৃণমূলের জেলা যুব সহ সভাপতি আজগর আলী বলেন, “এই ঘটনার সঙ্গে কোনো ভাবেই আমাদের দলের কোন কর্মী যুক্ত নয়। বিজেপি গোষ্ঠী কোন্দলের কারণে এমন ঘটনা। পুলিশ তদন্ত করলে প্রকৃত সত্য প্রকাশ পাবে”। হলদিয়া থানার এক পুলিশ আধিকারিক বলেন, “এখনও পর্যন্ত থানার কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হবে”।