কৃষি আইন বাতিলের দাবি মমতার

0
80

খাসখবর ডেস্ক: দিল্লির গা ঘেঁষে কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকেরা প্রতিবাদে মুখর। পুরুলিয়ার জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে সরব হয়ে বলেন, ”বিজেপি কৃষকের বাড়িতে গিয়ে বলছে কি চাই”?

 

- Advertisement -

কৃষক জবাবে বলছে, ” কলকাতা যা দিচ্ছে তাইই অনেক। কিন্তু আপনারা দিচ্ছেন না। কলকাতা আপনাদের কাছে চাইছে, আপনারা দিচ্ছেন না’। এইভাবেই কেন্দ্রের কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে বিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী।

 

বিজেপির ‘সোনার বাংলা’ স্লোগানকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ”হরিয়ানা, পাঞ্জাবের কৃষকেরা একমাস ধরে কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় নেমেছে। আগে হরিয়ানা, পাঞ্জাব সামলাক”। মুখ্যমন্ত্রী দাবি করেন, তিনটি কৃষি আইন আগে বাতিল করতে হবে।

সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলনের উদাহরণ টেনে বলেন, ”এই আন্দোলন মানুষের আন্দোলন ছিল। আমাদের আন্দোলন ছিল। সাম্প্রতিক সময়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম জমি রক্ষার আন্দোলনে নিজের কৃতিত্ব দাবি করেছেন”। মুখ্যমন্ত্রী এদিন শুভেন্দুর দাবিকে নস্যাৎ করে পাল্টা নন্দীগ্রাম আন্দোলনকে মানুষের আন্দোলন বলে দাবি করেছেন।

অন্যদিকে প্রজাতন্ত্র দিবসের দিন কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভরত কৃষকরা ট্র‍্যাক্টর নিয়ে দেশের রাজধানীতে প্রতিবাদের হুঙ্কার দিয়ে রেখেছে। দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বোরদে এই বিষয়ে হস্তক্ষেপ না করে বলেন,” দিল্লি পুলিশের কোর্টে ঠেলে দিয়েছেন। কেননা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হল, বিষয়টি আইন শৃঙ্খলা জনিত”।

দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে পড়ে। তাই প্রজাতন্ত্র দিবসে বিক্ষোভরত কৃষকেরা দেশের রাজধানীতে প্রবেশ করে প্রতিবাদে মুখরিত হয়ে উঠতে পারবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে অমিত শাহের মন্ত্রককে। সব মিলিয়ে তিন কৃষি আইন বাতিল নিয়ে কেন্দ্রের ওপর আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের ভোটের আগে অল আউট অ্যাটাকের মুডে।