Viral Video: খোলা মাঠে স্কুলছাত্রীর উপর ‘পাশবিক’ নির্যাতন, পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর

0
76
Madhya Pradesh

খাস ডেস্ক: দিনের আলোয় খোলা মাঠে এক স্কুল ছাত্রীকে টেনে এনে পাশবিক অত্যাচার চালাচ্ছে এক যুবক। ভিডিও ভাইরাল হতেই বিপাকে অভিযুক্ত কিশোর। এই ঘটনা ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে নেট দুনিয়ায়।

আরও পড়ুন: মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠক, নবান্নে যাচ্ছেন না শুভেন্দু

- Advertisement -

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, এক কিশোর টেনে হিঁচড়ে খোলা মাঠে নিয়ে যায় এক কিশোরীকে। সেই সময় ওই কিশোরীর পরনে ছিল স্কুল ড্রেস। এরপর তাকে একের পর এক লাথি মারতে শুরু করে ওই কিশোর। পাশবিক এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দুমকা জেলায়। অনেকে আবার এই ভিডিওতে হিন্দি গান জুড়ে কিশোরীকেই বিশ্বাসঘাতক বলেছেন।

আরও পড়ুন: ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে পলাতক স্বামী

ভিডিও নজরে আসতেই কড়া পদক্ষেপ নিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর নির্দেশেই আটক করা হয় ১৬ বছরের কিশোরকে। খোঁজ নেওয়া হয় নির্যাতিতা কিশোরীর। পুলিশ সূত্রের খবর, ধৃত নবম শ্রেণীর ছাত্র। নির্যাতিতার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। দুজনের মধ্যে ঝামেলা হওয়ায় তাকে মারধর করা হয় এবং কিশোরের বন্ধুরা সেই ঘটনা সম্পূর্ণ রেকর্ড করে। যা কয়েকদিনের মধ্যেই ভাইরাল হয়ে যায়।