
কলকাতা: কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল নবান্নের বৈঠকে মুখোমুখি হতে চলেছেন শুভেন্দু-মমতা। তবে সকল জল্পনা উড়িয়ে বিজেপি বিধায়ক জানিয়ে দিলেন তিনি বিশেষ কারণে নবান্নে যাচ্ছেন না। সোমবার একথা টুইট করে জানিয়েছেন খোদ শুভেন্দু।
আরও পড়ুন: এই জেলার সঙ্গে জুড়বে উত্তরবঙ্গ, তৈরি হবে এক্সপ্রেসওয়ে
এদিন শুভেন্দু টুইটে লিখেছেন, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যের সঙ্গে একটি বৈঠক কর্মসূচী রয়েছে। যেখানে রাজ্যের অসহযোগীতা এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত নানা বিষয় আলোচনা ক্রা হবে। তিনি জানিয়েছন, ‘রাজ্যপালের নির্দেশ অমান্য করে এসএইচআরসি চেয়ারম্যান নিয়োগ তাঁর মর্যাদাকে অপমানিত করে।’
আরও পড়ুন: জীবনসঙ্গীকে নিজের প্রেমে হাবুডুবু খাওয়াতে চান, জেনে নিন উপায়…
প্রসঙ্গত, রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন অর্জুন সিং। দীর্ঘ তিন বছর পর ঘর ওয়াপসি করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। গতকালই তিনি বঙ্গ বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘এসি ঘরে বসে ফেসবুকে রাজনীতি হয় না, আগামিদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বাংলার উন্নয়ন সম্ভব।’ যদিও দলবদলের পরই প্রশ্ন উঠছে অর্জুন কি সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন? যদিও এবার ব্যরাকপুরের বিজেপির সংগঠন নিয়ে আলোচনা করতে আজ বৈঠকের ডাক দিয়েছে গেরুয়া শিবির।