কলকাতার পুজো শপিংয়ের হাওয়া এবার দক্ষিণী রাজ্যে

0
433

চেন্নাই: কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদপত্র বা টিভির পর্দায় ভাইরাল হয়েছিল কলকাতায় পুজোর কেনাকাটার ভিড়। করোনা আবহে কোনও রকম স্বাস্থ্যবিধি মানার ছাপ পাওয়া যায়নি এই ছবিতে। মানুষের মুখে মাস্ক নেই, সেই মাস্ক রয়েছে থুতনিতে। আবার কারোর হাতে ধরা, কেউ আবার গরম বলে ব্যাগেই রেখে দিয়েছে। সোশ্যাল ডিসটেন্সিংর কোনও বালাই নেই।

 

- Advertisement -

কলকাতার নিউমার্কেটের এই দৃশ্য দেখে অনেকেই বাংলার মানুষের করোনা সচেতনতা নিয়ে প্রশ্ন তুলেছিল। তবে এবার দক্ষিণী রাজ্য তামিলনাড়ু সেই প্রশ্ন তোলার কোনও সুযোগ রাখল না।

চেন্নাই শহরের একটি জনপ্রিয় সিল্কের দোকান কুমারন সিল্ক। যেখানে কয়েকদিন আগে ঠিক এরকমই একপ্রকার ভিড় দেখা গিয়েছিল। এই ভিড় সামলাতে নাজেহাল হয়ে পড়ে এই দোকানের কর্মীরা। মানুষকে করোনার জন্য কোনও রকম স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।

সোশ্যাল ডিসটেন্সিং দূর কি বাত। এই গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরালের পর এক মুহূর্তের মধ্যেই নড়েচড়ে বসে চেন্নাই প্রশাসন। চেন্নাই পৌরসভার কর্মীরা সিল করে এই দোকান। এই বিষয়ে স্বাস্থ্য দপ্তর জানিয়েছেন এই পুজোর মরশুম বেশ চিন্তার সময়। মানুষকে এই ভিড়ের ব্যাপারে বারবার সতর্ক করা হচ্ছে