পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগের নিয়ম সংশোধন করল কেন্দ্র

0
63

নয়াদিল্লি: জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর পর দেশে চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) -এর পদ খালি রয়েছে। এই আসনে এখনও বসেননি কেউও। কে বসেন সিডিএস পদে সেই চর্চার মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রণালয় পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগের জন্য প্রতিরক্ষা বাহিনীর নিয়ম সংশোধন করে একটি নোটিশ জারি করেছে।

নোটিশে বলা হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর পরিষেবা বিধিগুলির সংশোনধনের ফলে তিন তারকা বিশিষ্ট অফিসার এবং অবসরপ্রাপ্ত তিন-তারা এবং চার তারকা অফিসাররা পরবর্তী সিডিএস হিসাবে নিয়োগের জন্য যোগ্য হয়ে উঠবেন। বিজ্ঞপ্তি অনুসারে, সরকার লেফটেন্যান্ট জেনারেলের সমতুল্য, জেনারেল সমতুল্য বা অফিসার যারা লেফটেন্যান্ট জেনারেল বা জেনারেল পদে অবসর নিয়েছেন কিন্তু সিডিএস পদের জন্য ৬২ বছর বয়সে পৌঁছাননি এমন কর্মকর্তাদের বিবেচনা করতে পারে। বিমান বাহিনীর জন্য জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, সরকার এমন একজন অফিসারকে বিবেচনা করতে পারে যিনি এয়ার মার্শাল বা এয়ার চিফ মার্শাল হিসাবে কাজ করছেন বা এমন একজন অফিসার যিনি একই পদে অবসর নিয়েছেন কিন্তু নিয়োগের তারিখে ৬২ বছর বয়সে পৌঁছাননি। নৌবাহিনীর জন্যও একই ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

- Advertisement -

আরও পড়ুন- গরুপাচার কাণ্ডে নাম জড়াল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

তিন বাহিনীর মধ্যে সামরিক বিষয়ে ঐকমত্য তৈরির কাজও দেওয়া হয়েছে সিডিএসকে। জানিয়ে রাখা ভাল, চিফ অফ ডিফেন্স স্টাফের কার্যালয় ছিল অন্যতম বৃহত্তম সামরিক সংস্কার। এই পদের কারণে সরকার ও প্রতিরক্ষা বাহিনীর মধ্যে কাজ করার ক্ষেত্রে আরও সমন্বয় ঘটেছে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে তামিলনাডুর কুন্নুরে চপার দুর্ঘটনায় প্রয়াত হন দেশের প্রথম সিডিএস বিপিন রাওয়াত। তিনিই ছিলেন দেশের প্রথম সিডিএস। তাঁর অকাল মৃত্যুর পর সশস্ত্র বাহিনীতে রাওয়াতের উত্তরাধিকারি নিয়ে চর্চা এখনও অব্যহত হয়েছে। পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগের নিয়ম সংশোধনের পর এই পদে কাকে বসানো হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।